অনলাইন ডেস্ক : কর্তব্যরত পুলিশের এক কনস্টেবলকে গুলি করে মেরে এবং আইআরবিএন-এর এক জওয়ানকে আহত করে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার খোনসা জেল থেকে পালিয়ে গেছে দুর্ধর্ষ নাগা জঙ্গি সংগঠন ‘ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-কে’-র নিক্কি সুমি গোষ্ঠী (এনএসসিএন-কে এনএস)-র দুই সশস্ত্র ক্যাডার। ফেরার দুই জঙ্গিকে টিটপু কিটনিয়া এবং রকসেন হোমসা লোয়াং বলে পরিচয় পাওয়া গেছে। পলাতক দুই জঙ্গিকে ধরতে চিরুণি তালাশি চালিয়েছে আইআরবিএন, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের দল। সোমবার তিরাপের পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি সংগঠিত হয়েছে রবিবার সন্ধ্যার দিকে। এনএসসিএন-কে (এনএস) নিক্কি সুমি গোষ্ঠীর দুই জঙ্গি খোনসা কারাগারে কর্তব্যরত এক কনস্টেবলকে হত্যা এবং আইআরবিএন-এর জনৈক জওয়ানকে গুরুতরভাবে আহত করে পালিয়েছে। নিহত পুলিশের কনস্টেবলকে ওয়াংনিয়ান বসাই বলে শনাক্ত করা হয়েছে। তিনি জানান, আধাসেনা জওয়ানকে আহত করতে তাঁর হাত থেকে একে ৪৭ রাইফেল ছিনিয়ে ওই দুই জঙ্গি টিটপু কিটনিয়া এবং রকসেন হোমসা লোয়াং পালিয়েছে। পলাতক দুই জঙ্গিকে খোঁজে বের করতে আইআরবিএন, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের দল এলাকায় বাড়ি বাড়ি ঢুকে তালাশি অভিযান চালিয়েছে, জানান পুলিশ সুপার।