• অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অমৃত বৃক্ষ আন্দোলন : জনগণের সৰ্বাত্মক অংশগ্ৰহণে সৰ্ববৃহৎ বনায়ন কাৰ্যসূচি

samayikprasanga by samayikprasanga
September 17, 2023
in slider, অসম
0
বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ চলবে : হিমন্ত

ড. হিমন্তবিশ্ব শৰ্মা

অসমের এককালের সমৃদ্ধ বনভূমি বিগত কয়েক দশকের মধ্যে চোখের নিমেষে কীভাবে হ্ৰাস পেয়েছে, সে ব্যাপারে আমি শৈশবে আমার জ্যেষ্ঠদের কাছে সবসময় শুনেছি। পরবৰ্তীতে বিভিন্ন কারণে দ্ৰুত বন ধ্বংসের বহু গল্প শুনেছি এবং উদ্ভূত এই পরিস্থিতির বিষয়ে আমি নিজেও অনুধাবন করতে পেরেছিলাম। এই শতকের প্ৰথম দুই দশকে অসমের বনভূমি বিস্ময়করভাবে ১১ শতাংশ হ্ৰাস পেয়েছে।

আমি সর্বজনীন সামাজিক জীবনে প্ৰবেশ করার পর যখন দেশের অন্যান্য রাজ্য সফর করার সুযোগ লাভ করেছি, তখন বাণিজ্যিক বৃক্ষরোপণের মাধ্যমে নিজেকে উপাৰ্জনমুখী করে তোলা দেশের বিভিন্ন প্ৰগতিশীল কৃষককে দেখার সৌভাগ্য হয়েছে। তাঁদের উৎকৃষ্ট কাজকর্ম আমাকে যথেষ্ট প্ৰভাবিত করেছে। আমি অনুভব করি, গাছের চারা রোপণ করাটা পেনশন প্রকল্পে বিনিয়োগ করার মতোই। আজ বপণকৃত গাছের চারাটি পরে এক সম্পদ হিসেবে পরিগণিত হয়।

You might also like

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

এটি দেশের মাননীয় প্ৰধানমন্ত্ৰী মহোদয়ের ‘মিশন লাইফ’-এর এক স্বপ্ন, যা কয়েকটি সাধারণ কাজের মাধ্যমে এক সবুজ জলবায়ু ও সবুজ অৰ্থনীতির প্রতি অসাধারণ অবদান রক্ষার জন্য দেশের জনসাধারণকে উৎসাহ প্রদান করতে আমাদের অনুপ্ৰাণিত করে। এই পদক্ষেপের বলে সরকারের প্ৰত্যেকটি প্ৰয়াসে দেশের নাগরিকদের আস্থায় নিতে দেশের মাননীয় প্ৰধানমন্ত্ৰীর সুশাসনের বলে যে দৰ্শন, সেই দৰ্শনকে স্বাগত জানিয়ে অসম সরকার ‘অমৃত বৃক্ষ আন্দোলন’ আরম্ভ করেছে। ‘জনভাগীদারি’র ওপর গুরুত্ব আরোপ করে জনসাধারণের সক্ৰিয় অংশগ্ৰহণের মাধ্যমে এই পদক্ষেপ সফল করতে এক প্রচেষ্টা নেওয়া হয়েছে।

‘অমৃত বৃক্ষ’ হচ্ছে এক ব্যাপক গণ-আন্দোলন। এই আন্দোলনে এক দিনে ১ কোটি বাণিজ্যিকভাবে উপযোগী গাছের চারা রোপণ করা হবে। পৃথিবীতে মানুষের বসবাসযোগ্য অনুকূল পরিবেশ সৃষ্টির এক গোলকীয় নেটওয়াৰ্ক গড়ে তুলতে ভারতের মাননীয় প্ৰধানমন্ত্ৰী কর্তৃক গৃহীত অবিরত প্ৰয়াসের অংশস্বরূপে গুরুত্বপূৰ্ণ এই কাৰ্যসূচির সূচনা করার দিন হিসেবে আমরা তাঁর জন্মদিনকে চয়ন করেছি।

‘অমৃত বৃক্ষ’ দুটি উদ্দেশ্য সাধনের জন্য লক্ষ্য স্থির করেছে। প্ৰথমত, অসমের হারিয়ে যাওয়া বনাঞ্চল পুনরুদ্ধার করা এবং সবুজায়নের ক্ষেত্ৰে অসমকে একটি অগ্ৰণী রাজ্য হিসেবে গড়ে তোলা। দ্বিতীয় উদ্দেশ্য হলো, রাজ্যে এক কাৰ্যক্ষম বৃক্ষ অৰ্থনীতির ভিত স্থাপন করে পরিবারবর্গগুলিকে উপাৰ্জনের বিকল্প পথের সন্ধান দেওয়া। ‘অমৃত বৃক্ষ’ কৃষি বন এবং কাঠভিত্তিক উদ্যোগ (ডব্লিউবিআই)-কে শক্তিশালী করে নিম্নগামী উদ্যোগসমূহে কৰ্মসংস্থান সৃষ্টি করবে। একই সময় এটা এক ব্যাপক রূপে ‘কাৰ্বন সিংক’ সৃষ্টি করবে যা জলবায়ু পরিবৰ্তনের ক্ষেত্ৰে রাষ্ট্ৰসংঘের ফ্ৰেমওয়াৰ্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)-এ ভারতের দাখিলকৃত রাষ্ট্ৰীয়ভাবে স্থিরকৃত অবদান (ন্যাশনালিটি ডিটারমাইন্ড কনট্রিবিউশন)-এর লক্ষ্যে উপনীত হতে সহায়ক হবে।

এই আন্দোলনের জন্য প্ৰযুক্তি এক অপরিহাৰ্য অংশ। স্বেচ্ছাসেবকদের পঞ্জিয়নের জন্য সরকার একটি মোবাইল অ্যাপ্লিকেশন (‘অমৃত বৃক্ষ’ আন্দোলন অ্যাপ) এবং একটি ওয়েবসাইট খুলেছে। প্ৰশংসার চিহ্নস্বরূপ সরকার সফলভাবে বৃক্ষরোপণ করারা পাশাপাশি অ্যাপটিতে বৃক্ষরোপণের জিও-ট্যাগ তথা টাইমস্টাম্পযুক্ত ফটো আপলোডকারী প্ৰত্যেক ব্যক্তিকে ১০০ টাকা করে প্ৰদান করে অংশগ্ৰহণকারীদের উৎসাহিত করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি গাছের চারাটি দু-বছর বেঁচে থাকে এবং জিও-ট্যাগ তথা টাইমস্ট্যাম্প করা ফটো পুনরায় অ্যাপটিতে এর প্ৰমাণ হিসেবে দেওয়া হয়, তা-হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অতিরিক্ত ২০০ টাকা করে প্ৰদান করা হবে।

সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত এই পদক্ষেপকে সম্প্ৰসারিত করার উদ্দেশ্যে তৃণমূল পৰ্যায়ের সামূহিক গোটগুলি যেমন, আত্মসহায়ক গোট, আশা কৰ্মী, অঙ্গনওয়াড়ি কৰ্মী, চা শ্ৰমিক, শিক্ষা প্ৰতিষ্ঠানের কৰ্মী প্রমুখকে সরকার এর সঙ্গে জড়িত করেছে। বৃক্ষ রোপণের এই আন্দোলনে মহিলাদের প্রথমসারির সেনানী হিসেবে নেওয়ায় এটা এক অনন্য রূপ লাভ করেছে। মহিলাদের আৰ্থিক ও সামাজিক সবলীকরণের ক্ষেত্রে এই আন্দোলন গুরুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ করেছে। ‘অমৃত বৃক্ষ’ আন্দোলনের প্ৰত্যেকটি পদক্ষেপে মহিলাদের জড়িত করে নারীশক্তির নেতৃত্ব প্ৰদানের সামর্থকে প্ৰদৰ্শনের জন্য এটা এক মঞ্চ প্ৰদান করা ছাড়াও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্ৰে গুরুত্বপূৰ্ণ অবদান রাখারও সুযোগ দিয়েছে।

‘অমৃত বৃক্ষ’ আন্দোলনকে এক উপযুক্ত আইনসংগত পরিকাঠামো প্ৰদান করার উদ্দেশ্যে আমার সরকার বনায়ন সম্পৰ্কীয় বিধির ক্ষেত্ৰে গুরুত্বপূৰ্ণ পরিবর্তন করেছে। ব্যবসায়িক সচলতা বৃদ্ধির লক্ষ্যে কয়েকদিন আগে সরকার ‘আসাম উড বেসড ইন্ডাস্ট্রি (প্রমোশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট) রুলস, ২০২২’ এবং ‘ট্রি আউটসাইড ফরেস্ট (সাসটেইনেবল্ ম্যানেজমেন্ট) রুলস, ২০২২’, এই দই বিধি প্ৰণয়ন করেছে। এই বিধি দুটি বনাঞ্চলের সীমার বাইরে রোপণ করা গাছ কাটার ব্যাপারে পূৰ্বানুমতি নেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থেকে রেহাই দেবে। এর লক্ষ্য হলো, তাঁদের বাণিজ্যিকভাবে লাভজনক মূল্যবান প্ৰজাতির গাছ রোপণের জন্য উৎসাহ দেওয়ার পাশাপাশি উপাৰ্জন বৃদ্ধি করা, রাজ্যের বনানীকরণ ক্ষেত্ৰের প্ৰসার ও কাঠজনিত এবং কাঠের সামগ্ৰীর সঙ্গে জড়িত উদ্যোগগুলিতে বিনিয়োগ আকৰ্ষিত করা।

এই ‘জনভাগীদারি’ আন্দোলনের সময়কালে অসম কয়েকটি গুরুত্বপূৰ্ণ বিশ্ব দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব দৃষ্টান্তগুলির মধ্যে সৰ্বাধিক গাছের চারা বিতরণ, এক ঘণ্টায় ১০০ জনের একটি গোট কর্তৃক সৰ্বাধিক চারা রোপণ, সৰ্ববৃহৎ গাছের মজাইক ইত্যাদি উল্লেখযোগ্য। আজ অসমের সর্বস্তরের জনসাধারণ ‘অমৃত বৃক্ষ’ আন্দোলনের প্ৰতি স্বতঃস্ফূৰ্ত সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যে ৪৭ লক্ষের বেশি মানুষ আমাদের অ্যাপ-এর মাধ্যমে এই আন্দোলনে জড়িত হয়েছেন।

‘অমৃত বৃক্ষ’ কেবলমাত্ৰ সাময়িক আবেগ বা প্ৰচার নয়। অসমের সবুজ ভূমিকে চিরকালের জন্য সতেজ করে তোলার এই প্ৰচেষ্টা অবিরত অব্যাহত থাকবে। আমরা ২০২৪ সালে ৩ কোটি এবং ২০২৫ সালে আরও ৫ কোটি গাছের চারা রোপণ করতে সিদ্ধান্ত নিয়েছি। এককথায়, এই অভিযানের মাধ্যমে আমরা আগামী ২ বছরে রাজ্যে ৯ কোটি বৃক্ষ রোপণ করব। আমরা আমাদের বর্তমানকে সুরক্ষিত রাখা ছাড়াও ভবিষ্যতকে আরও বেশি সমৃদ্ধ ও সুখকর করে তুলব – এই সংকল্প ‘অমৃত বৃক্ষ’ আন্দোলনে পুনরায় দৃঢ়তার সঙ্গে প্ৰতীয়মান করেছে।

(লেখক মুখ্যমন্ত্রী, অসম)

Tags: Amrit Brikshya AndolonAssam CMHimanta Bishwa SharmaTree Plantation
Previous Post

মেডিক্যাল কান্ড: এবার ড্রাগ ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি আইএমএ-এর

Next Post

এনআইটি : পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠকের পর পরীক্ষা সহ আনুষাঙ্গিক ব্যবস্থায় কিছু সংশোধন

Related Posts

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের
slider

জেউতি কলিতাকে অপসারণের দাবি ভক্তদের

by samayikprasanga
May 9, 2025
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক
slider

পেহেলগাম নিয়ে পোস্ট, শিলচরে লেখিকাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

by samayikprasanga
May 5, 2025
বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের
slider

বিশ্ববিদ্যালয় যৌনকাণ্ড,গা ঢাকা দিলেন অভিযুক্ত অধ্যাপক, ছুটিতে যাবার নির্দেশ কর্তৃপক্ষের

by samayikprasanga
May 5, 2025
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে
অসম

ভোট দিতে গিয়ে মহিলার মৃত্যু

by samayikprasanga
May 3, 2025
বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮
slider

বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮

by samayikprasanga
May 3, 2025
Next Post
এনআইটিতে উত্তেজনা বহাল, পড়ু‌য়াদের মোমবাতি মিছিল

এনআইটি : পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠকের পর পরীক্ষা সহ আনুষাঙ্গিক ব্যবস্থায় কিছু সংশোধন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?