অনলাইন ডেস্ক : কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি ও প্রবল ঝড় বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিপর্যয় সৃষ্টি করেছে। জমে থাকা বৃষ্টির জল যেখানে মানুষের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে। অন্যদিকে কয়েকদিনের প্রবল ঝড় আসাম-মেঘালয় জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় ধস নেমে সোনাপুর এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। সোনাপুর দুর্গা মন্দির সংলগ্ন সেতুতে ওঠার সময় মাল বোঝাই একটি কনটেইনার ঝড়ের আঘাতে সেতুর রেলিংয়ে উল্টে যায়। বাতাসের প্রবল বেগে মাল বোঝাই গাড়িটি উল্টে যায়। শক্তিশালী ঝড়ে একটি বিশাল গাছও উপড়ে ফেলেছে। যার জেরে আহতও হয়েছেন বহু মানুষ।
এছাড়া টানা বর্ষণে ওই এলাকায় ভূমিধস নামায় শিলচর-গুয়াহাটি সড়কে দিনভর যান চলাচল বন্ধ থাকে। এছাড়া বৃষ্টির জলে শিলচর শহরের বেশিরভাগ রাস্তা ডুবে গেছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সামগ্রিকভাবে ভারী বর্ষণ এবং ঝড় বরাক উপত্যকা সহ রাজ্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। এদিকে, বরাক নাগরিক সংসদ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে এবং শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের কাজ দ্রুত শেষ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।