অনলাইন ডেস্ক : রামনগর বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হলো নিখোঁজ যুবককে। মেহেরপুর পাঁচঘরির বাসিন্দা যুবক হুসেন আহমদ বড়ভূঁইয়া নামে এই যুবককে উদ্ধার করা হয় বুধবার রাতে। তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ তার পরিবারের লোকেদের। এ নিয়ে অভিযুক্ত করা হয়েছে হোসেনের দুই আত্মীয়কে।
পরিবারের লোকেরা জানিয়েছেন,গত সোমবার দুপুরে হুসেন রামনগরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান মিল ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ আউট পোস্টে নিখোঁজ সংক্রান্ত রিপোর্ট করা হয়। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ তারা খবর পান রামনগর বাইপাস সংলগ্ন এলাকায় হোসেন অচেতন হয়ে পড়ে রয়েছেন। তখন সেখানে গিয়ে তাকে উদ্ধার করা হয়। অচেতন হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত- পাও ছিল বাঁধা। পরবর্তীতে চেতনা ফিরলে তিনি জানান তাকে অপহরণ করা হয়েছিল এবং তার আত্মীয় বাবুলউদ্দিন লস্কর এবং পায়েল উদ্দিন লস্কররা এর সঙ্গে জড়িত ।
হোসেনের পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পুরো বিবরণ পুলিশকে অবগত করানো হয়েছে। তারা শীঘ্র বাবুল উদ্দিন ও পায়েল উদ্দিনকে গ্রেফতারের দাবী জানান। হুমকি দেওয়া হয়েছে অন্যতায় গড়ে তোলা হবে তীব্র আন্দোলন।