অনলাইন ডেস্ক : লাইট, ক্যামেরা অ্যাকশন! মঞ্চের সেই লাইটের কারিগর রন্টু বাগচী পাড়ি দিলেন না ফেরার দেশে। শনিবার ভোর ৪টায় প্রখ্যাত সমাজ ও সাংস্কৃতিক কর্মী রন্টু বাগচী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে শহরের এক একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতির কথা জানান চিকিৎসারত চিকিৎসকরা। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালে ছুটে যান। ভোর ৪টা নাগাদ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পেশায় ঠিকাদার রন্টু বাগচী একজন ব্যবসায়ী ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি নাট্যক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন । তিনি অনেক পুরস্কার বিজয়ী নাটকের আলোকসজ্বায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অম্বিকাপট্টির বাসিন্দা বাগচি স্ত্রী, দুই ছেলে এবং এক পুত্রবধূ নিয়ে থাকতেন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।