অনলাইন ডেস্ক : রাজ্যে প্রিপেড মিটার চালু হবার পর অস্বাভাবিকভাবে বিদ্যুতের মাশুল বৃদ্ধি পাওয়ায় রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনের প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি গ্রাহকদের পরামর্শ দিয়েছিলেন নিজের বাড়ির লাইট ফ্যান সুইচ অফ করে গাছ তলায় সময় কাটান।তাহলে আর বেশি শুল্ক দিতে হবেনা। অধ্যক্ষ্যের এই মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে।
এদিকে, কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মঙ্গলবার দিসপুরে অসম বিধানসভার অধ্যক্ষের বাসভবনের সামনে একটি গাছের নিচে বসে বেশ কিছু সময় কাটান।সংবাদ মাধ্যম থেকে বিধায়ক কমলাক্ষকে এ নিয়ে প্রশ্ন করা হলে জানান অধ্যক্ষের পরামর্শ অনুযায়ী তিনি তাঁর বাড়ির সামনেই গাছতলায় বসে মুক্ত বাতাস গ্রহণ করছেন। এতে বিদ্যুত সন্চয় হবে এবং মাশুলও কম হবে।