অনলাইন ডেস্ক : শিলচরে অটো রিকশা চলাচলের পরিধি অবিলম্বে ১৬ কিলোমিটার করার দাবিতে এবার আন্দোলনে নামল সারা কাছাড় অটো রিকশা মালিক সংস্থার সমন্বয় কমিটি। গত ৭ জুন জেলা প্রশাসনের কাছে একটি স্মারকপত্র দিয়ে কমিটি তাদের দাবি পূরণে সময়সীমা বেঁধে দেয়। তবু প্রশাসন সেই দাবির প্রতি কোনও সহানুভুতি দেখায়নি। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ছিল জেলার সমস্ত অটো মালিক সংস্থার ধরনা কর্মসূচি। কিন্তু প্রতিকূল পরিবেশের জন্য একদিন আগেই এই কর্মসূচি স্থগিত ঘোষণা করে সমন্বয় কমিটি।
তবু ধরনা কর্মসূচির উদ্দেশ্যে বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে বৃষ্টি উপেক্ষা করেও অটো মালিকরা জমায়েত হতে থাকেন। শিলচর শহর ছাড়াও উধারবন্দ, বড়খলা এবং সোনাইর অটো রিকশা সমিতির সদস্যরা এদিন জেলাশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সমন্বয় কমিটির পদাধিকারীদের সঙ্গে অতিরিক্ত জেলাধিপতির সঙ্গে দেখা করে ফের একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকপত্রে সমন্বয় কমিটি উল্লেখ করেছে, ২০১৪ সাল থেকে শহরের অটো চালকরা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন। শহরের যানজট নিরসনে শহরের অটো চালকরা সহায়তা করলেও স্থানীয় প্রশাসন ও জেলা পরিবহন বিভাগ অটো রিকশার ওপর একের পর এক নির্দেশিকা জারি করে আসছে।
শহরের যানজটের জন্য ২০১৪ সালে অটোরিকশা চলাচলের জন্য পূর্বের ১৬ কিলোমিটার পরিধি সংকোচিত করে ১০ কিলোমিটার করা হয়। এতে শুরু থেকেই শহরতলি এবং জেলার অটো মালিকরা বিভিন্ন সমস্যায় পড়েন। সেইসঙ্গে বন্ধ করে দেওয়া হয় নতুন অটোর পারমিট। অন্যদিকে বর্তমানে চার হাজারেরও বেশি ই-রিকশ এবং ই-অটো কোনও নির্দেশ ছাড়াই অবাধে শহরে চলাচল করছে। তাই পরিস্থিতি বিবেচনায় ১০-এর বদলে অটো চলাচলের পরিধি অবিলম্বে ১৬ কিলোমিটার করার আর্জি জানিয়েছেন তাঁরা। স্মারকপত্রে স্মাক্ষর করেছেন সমন্বয় কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য সহ তিনি সংস্থার পক্ষে রণজিৎ কুমার সাহা, পিন্টুচন্দ্র শীল এবং আমিনুল হক লস্কর। স্মারকপত্রের প্রতিলিপি কাছাড়ের পুলিশসুপার এবং জেলা পরিবহণ আধিকারিকের কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শিলচরের সাংসদ রাজদীপ রায় এবং বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী অটো মালিক সংস্থার দাবিগুলি পূরণে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি বলে জানিয়েছে সমন্বয় কমিটি। বিষয়টি বার বার স্থানীয় সাংসদ-বিধায়কদের জানানোর পর এবার আন্দোলনের পথে নামছেন শিলচরের অটো মালিকরা।