অনলাইন ডেস্ক : অগ্নিবীর প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একইসঙ্গে আদানি গোষ্ঠীর সঙ্কট নিয়েও সরব হয়েছেন রাহুল। মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, “আমরা যুব সমাজকে তাঁদের চাকরির সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, অনেকে বলেছে তাঁরা বেকার অথবা কেউ বলেছেন সে উবের চালায়। কৃষকরা প্রধানমন্ত্রী-বিমা যোজনার অধীনে টাকা না পাওয়ার কথা বলেছেন, তাঁদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। আবার আদিবাসীরা আদিবাসী বিল সম্পর্কে কথা বলছেন।”রাহুল গান্ধী বলেছেন, “ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন আমরা মানুষের কণ্ঠস্বর শুনেছিলাম এবং আমরা নিজেদের কথাও রেখেছি। ভারত জোড়ো যাত্রায় আমরা শিশু, নারী, বৃদ্ধদের সঙ্গে কথা বলেছি।” এরপর অগ্নিবীর প্রকল্প সম্পর্কে রাহুল গান্ধী বলেছেন, “অগ্নিবীর প্রকল্প সম্পর্কে অনেকে বলেছেন, যুবকদের ৪ বছর পর চলে যেতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, অগ্নিবীর যোজনা আরএসএস, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এসেছে সেনাবাহিনী থেকে নয়।” অগ্নিবীর প্রকল্প আসলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্তিস্ক প্রসূত বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, সেনার অবসরপ্রাপ্ত অফিসাররা বললেন, সেনাবাহিনীর ওপর অগ্নিবীর প্রকল্প চাপিয়ে দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তারপরে সমাজে ফিরে যেতে বলা হচ্ছে, এটি হিংসার দিকে পরিচালিত করবে।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মত শব্দ রাষ্ট্রপতির ভাষণে ছিল না।
রাহুল গান্ধীর কথায়, তামিলনাড়ু, কেরল থেকে হিমাচল প্রদেশ সমস্ত জায়গায় আমরা একটাই নাম শুনছি ‘আদানি’। সমগ্র দেশ জুড়ে, একটাই নাম শোনা যাচ্ছে শুধু ‘আদানি’, ‘আদানি’, ‘আদানি।’ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, “সম্পর্ক অনেক বছর আগে শুরু হয়েছিল যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন…একজন ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুগত ছিলেন এবং মিস্টার মোদীকে পুনরুত্থিত গুজরাটের ধারণা তৈরি করতে সাহায্য করেছিলেন। ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী মোদী দিল্লি পৌঁছেছিলেন তখন আসল জাদু শুরু হয়েছিল।” আদানির চুক্তি পাওয়া সম্পর্কে রাহুল বলেছেন, আদানি কখনও ড্রোন তৈরি করেনি, কিন্তু এইচএএল, ভারতের অন্যান্য কোম্পানি তা করেছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি ইজরায়েল যান এবং আদানি চুক্তি পেয়ে যায়।”