শিলচর, ২৩ আগস্ট: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটলো গৃহবধুর। মাম্পি দেব নামে ওই গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে এ নিয়ে স্বামী দেবাশিস দেব ও শাশুড়িকে অভিযুক্ত করে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে দায়ের করা হয়েছে এজাহার।
জানা গেছে, মাম্পির বাবার বাড়ি মূলত শিবসাগর জেলায়। তবে তার ভাই সুনীল নাগ বর্তমানে থাকেন শিলচর শরৎপল্লীতে। সুনীল বাবু জানিয়েছেন, পাঁচ বছর আগে দেবাশিসের সঙ্গে বিয়ে হয় মাম্পির। বিয়ের পর প্রায়ই স্বামী দেবাশিস ও শাশুড়ি মিলে মাম্পির উপর নির্যাতন চালাতেন। দেবাশিসরা মূলত করিমগঞ্জ মাইজগ্রামের বাসিন্দা। তবে কিছুদিন ধরে রয়েছেন শিলচর ন্যাশনাল হাইওয়ে পল্লীশ্রী লেনে। গত শনিবার পল্লিশ্রী লেনের ভাড়া করে দেবাশিস কেরোসিন ঢেলে মাম্পির শরীরে আগুন ধরিয়ে দেন। মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে সেখানে তার মৃত্যু ঘটে।
অভিযোগ নিয়ে দেবাশিসের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়ে ওঠেনি। তবে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেন, দুর্ঘটনাবশত ঘটেছে অগ্নিকাণ্ড। পুলিশ জানিয়েছে, ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে।