অনলাইন ডেস্ক : সুরের ‘ঐকতান’ থেকে ছিটকে গেল একটি তারা। অকালে চলে গেলেন শিলচর তথা উপত্যকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক সংগঠক, বহুমুখী প্রতিভার অধিকারী অভিজিৎ মজুমদার। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৬-৩০ মিনিটে কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে রেখে গিয়েছেন স্ত্রী মধুছন্দা মজুমদার, একমাত্র কন্যা অনুস্মিতা, ভাই পিনাক মজুমদার সহ বহু গুণমুগ্ধ ও আত্মীয়স্বজন। তাঁর অকাল প্রয়াণে শোক-স্তব্ধ শিলচরের সাংস্কৃতিক মহল। শিলচর নরসিংটোলার বাসিন্দা অভিজিৎ ছিলেন মূলত সঙ্গীতশিল্পী। ছিলেন মধ্যসহর সাংস্কৃতিক সংস্থার একনিষ্ঠ সদস্য। এছাড়া আকাশবাণী ও শিলচর দূরদর্শন কেন্দ্রে নিয়মিত সংবাদ পাঠ করতেন তিনি। বাজাতেন কী-বোর্ড-ও। গাইতেন আধুনিক বাংলা গান। তাঁর কণ্ঠ মাধুর্যের গুণে উপত্যকার নতুন প্রজন্মের কাছে স্বর্ণযুগের বাংলাগান এক অন্যমাত্রা পেয়েছিল। প্রায় প্রতিটি মঞ্চে -ই শচীন কর্তার সেই কালজয়ী গান ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ কিংবা হসপিটাল ছবির ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ গানটি গাইতেন অভিজিৎ। তাঁর সুরের মূর্ছনায় বশীভূত হতেন আট থেকে আশি।