নয়াদিল্লি, ২২ ডিসেম্বর : জম্মু-কাশ্মীরে গত পাঁচ বছরে আর্থিক বিনিয়োগ অর্ধেকের বেশি কমেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ২০১৭-১৮ সালে জম্মু-কাশ্মীরে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট বিনিয়োগ হয়েছিল ৮৪০ কোটি ৫৫ লক্ষ টাকা। সেখানে গত ২০২১-২২ অর্থবছরে তা কমে ৩৭৬ কোটি ৭৬ লক্ষ টাকা হয়েছে। অর্থাৎ গত পাঁচ বছরে বিনিয়োগ কমেছে ৪৬৩ কোটি ৭৯ লক্ষ টাকা (৫৫ শতাংশ)। লোকসভায় এই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
এক প্রশ্নের উত্তরে গত পাঁচ বছরে জম্মু-কাশ্মীরে বিনিয়োগ কমার হিসাব দেন নিত্যানন্দ রাই। তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রতিবছর বিনিয়োগ কমছে জম্মু-কাশ্মীরে। এই অঞ্চলে বিনিয়োগ কমা শুরু হয় ২০১৮-১৯ সালে। আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ কমে যায়। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। একটি জম্মু-কাশ্মীর এবং অপরটি ওই রাজ্য ভেঙে গঠন করা পার্বত্য অঞ্চল লাদাখ। যে বছরে জম্মু-কাশ্মীর দুই টুকরা হয়, সেই ২০১৯-২০ আর্থিক বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ২৯৬ কোটি ৬৪ লক্ষ টাকা। ২০২০-২১ সালে এই বিনিয়োগ বেড়ে হয় ৪১২ কোটি ৭৪ লক্ষ টাকা। কিন্তু ২০২১-২২ সালে আবারও বিনিয়োগ কমে ৩৭৬ কোটি ৭৬ লক্ষ টাকা হয়। জম্মু-কাশ্মীর ভেঙে যাওয়ার পরে রাজ্যের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র লাদাখ রাজ্য বেরিয়ে যাওয়ার ফলে বিনিয়োগ কমে গেছে বলে অনেকে মনে করছেন। তবে ২০১৭ থেকে কেন ধারাবাহিকভাবে বিনিয়োগ কমছে, তার কোনও ব্যাখ্যা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেননি।
কাশ্মীরে বিনিয়োগ নিয়ে এই প্রশ্ন করেছলেন বিজেপির তিন সাংসদ। রামাপতি রাম ত্রিপাঠী ও ব্রিজভূষণ শরন সিং উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হয়ে লোকসভায় গেছেন। ওডিশা থেকে নির্বাচিত হয়ে গেছেন প্রতাপচন্দ্র সারেঙ্গী। সারেঙ্গী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও একজন দীর্ঘদিনের কর্মী। এঁরাই জম্মু-কাশ্মীরে বিনিয়োগ নিয়ে বিস্তারিত জানতে চান। নিজের দলের সাংসদদের প্রশ্নের উত্তরে নিত্যানন্দ রাই লোকসভায় জানান, জম্মু-কাশ্মীরে বিনিয়োগ বাড়াতে সরকার কী পদক্ষেপ নিয়েছে।
নিত্যানন্দ বলেন, শিল্পের জন্য জমি বণ্টনব্যবস্থার সংস্কার করার পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলটির শিল্পনীতি ২০২১ সালে পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া আর্থিক অনুদান বা রাতে জম্মু-কাশ্মীর থেকে বিমান চালানোর ব্যবস্থাও করা হয়েছে। আরও একগুচ্ছ নীতি বাস্তবায়িত করা হয়েছে বলে জানালেও সেই সব নীতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে কিছুই জানাননি রাই।