অনলাইন ডেস্ক : শিলচর শহরের যানজট রুখতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। আগামী ১৬ আগস্ট থেকে জোড় – বিজোড় নিয়মে শহরের বুকে দৌড়বে ই – রিক্সা। যাকে আমরা চিনি টুকটুকি বলে। শুক্রবার এক নির্দেশিকায় এটা জারি করেছে ট্রাফিক বিভাগ। যানজটে নাজেহাল শহর শিলচরে তা কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
ফুল্লরার বারোমাস্যার মতই যানজটটা কবি সাহিত্যিকের শহর শিলচরে একটা রুটিনে পরিণত হয়েছে। সদরঘাট সেতু থেকে শুরু করে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি, অম্বিকাপট্টি – সর্বত্রই এক চিত্র। তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় শেষ অবধি জেলা প্রশাসন এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হল। কারণ প্রত্যেক মাসেই ব্যাপক হারে শিলচরের রাস্তায় বাড়ছে ই – রিক্সার সংখ্যা। অলিগলি থেকে শহরের বুক, সর্বত্রই এক চিত্র। তাই আগামী ১৬ আগস্ট থেকে জোড় -বিজোড় নিয়মে চলবে ই – রিক্সা।