অনলাইন ডেস্ক : সংসদে অনাস্থা প্রস্তাবে অংশ নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ বক্তৃতা রেখেছেন নরেন্দ্র মোদি। তবে মণিপুর নিয়ে কম সময়ই ব্যয় করেছেন তিনি। অবশ্য মোদি বলেন যে, উত্তর-পূর্ব তাঁর হৃদয়ে অবস্থান করে। মণিপুরে অচিরেই শান্তি ফিরবে। এদিন বিকেলে লোকসভায় অনাস্থা প্রস্তাব বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে মণিপুরের হিংসা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেন্দ্র ও রাজ্য সরকার অভিযুক্তদের কড়া শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যে খুব তাড়াতাড়ি শান্তি ফিরবে বলেও আশ্বাস দিলেন। মণিপুরের ঘটনা প্রসঙ্গে লোকসভায় প্রধানমন্ত্রী বলেন, “অপরাধীকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়েই যা কিছু সম্ভব তাই করছে। আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে আগামী সময়ে মণিপুরে শান্তি ফিরে আসবেই। আমি মহিলা ও মণিপুরের কন্যাদের-সহ রাজ্যের সমস্ত মানুষকে বলতে চাই দেশ আপনাদের সঙ্গে রয়েছে।” মোদি বলেন, ‘আমি মণিপুরের মা-বোনদের বলতে চাই, দেশ ও সংসদ আপনাদের সঙ্গে আছে। আমি মণিপুরের জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা মণিপুরের উন্নয়নে কাজ করব। ’ তিনি বলেন, ‘মণিপুরে মহিলাদের সঙ্গে যা হয়েছে তা ভোলার নয়।’ মণিপুরকে আশ্বাসের সপরে মোদী বলেন, দেশ তাঁদের সঙ্গে রয়েছে। মোদী বলেন, মণিপুরের কঠিন পরিস্থিতির জন্য দায়ী কংগ্রেস।এই ইস্যুতে মণিপুরে উগ্রপন্থা থেকে শুরু করে একাধিক অশান্তির ঘটনা সামনে আনেন মোদি । এদিন মণিপুর নিয়ে কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপরই আস্থা রাখতে চেয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সংসদে বিস্তারিত বলেছেন শাহ। একইসঙ্গে প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্যের পর বোঝা গেল, বীরেন সিংহের উপরেই আপাতত আস্থা রাখছে বিজেপি।