অনলাইন ডেস্ক : হিন্দুরাষ্ট্রের স্বপ্ন সাকার করতে এবার সরাসরি রাজনৈতিক ময়দানে নামছে অখিল ভারত হিন্দু মহাসভা। শুরু হয়েছে নতুন করে দেশজুড়ে সংগঠনের বিস্তার। চব্বিশের লোকসভা নির্বাচনে দল সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চায়।
রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিজেদের লক্ষ্য ও কর্মসূচি ঘোষণা করেছে হিন্দু মহাসভার জেলা আহ্বায়ক কমিটি। জেলার মুখ্য আহ্বায়ক পীযূষ দাস বলেন, হিন্দুদের স্বার্থরক্ষায় সম্পূর্ণ ব্যর্থ বর্তমান সরকার। যে সকল মণিষী হিন্দু মহাসভার মাধ্যমে সমাজ সুরক্ষার বার্তা দিয়েছিলেন, বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছে। পুরনোদের অসম্মান, আদর্শ, সংস্কার বিসর্জন দিয়ে ক্ষমতার নেশার মত্ত হয়ে গিয়েছে তারা। মানুষের আস্থা ও বিশ্বাসের তোয়াক্কা না করে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে এই সরকার। রাজ্যে রাজ্যে হিন্দুরা বিপন্ন, বিভিন্নভাবে নির্যাতিত। ক্ষুব্ধ সাধারণ মানুষ আজ বিকল্প রাজনৈতিক আশ্রয় খুজে বেড়াচ্ছেন। হিন্দু মহাসভা সেখানে দাঁড়িয়ে প্রত্যেক সনাতনী হিন্দুর স্বপ্নকে বাস্তবায়িত করতে লড়াই করবে বলে উল্লেখ করেন পীযূষ।
মহাসভার রাজ্য শাখার মুখ্য আহ্বায়ক মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, রামমন্দির প্রতিষ্ঠার লড়াই ১৯৪৯ সাল থেকে চালিয়ে আসছে মহাসভা। লাগাতার আইনি লড়াই করে অবশেষে ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিমকোর্ট থেকে রামমন্দির মামলার জয় নিয়ে আসে। এছাড়া মহাসভা কাশী বিশ্বনাথ, জ্ঞানবাপী, মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমির মুক্তি আন্দোলনের আইনি লড়াই পরিচালিত করে আসছে। কিন্তু দুর্ভাগ্য, মহাসভার লড়াইর স্বীকৃতি তো দূর, রাজনৈতিকভাবে অস্বীকার করে চলেছে বিজেপি। সেইসঙ্গে সমস্ত কৃতিত্ব নিজেদের নামে চালাচ্ছে।
তাঁরা জানান, আগামী ২৫ সেপ্টেম্বর স্থানীয় রংপুরে এক যজ্ঞের আয়োজন করা হয়েছে মহাসভার পক্ষ থেকে। কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে এই যজ্ঞ অনুষ্ঠান দ্বারা বরাক উপত্যকায় সাংগঠনিক কর্মকান্ডের শঙ্খনাদ করা হবে বলে জানান তাঁরা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুপম দে, রূপম নাথ যোগী, তনয় দেব, সুদীপ সিনহা, মনোজ কুমার সাহা, শান্তনু পাল, রাজু সিনহা, ধ্রুবরাজ সিনহা, অরুণ দাস, অশোকবিজয় পুরকায়স্থ, রাজন নাগ প্রমুখ।
Your authentic reporting & updated news bulletin very important for us. Thanks