অনলাইন ডেস্ক : হাইলাকান্দির পার্লারের মালিক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার এক। বুধবার রাতে হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করে দয়াল দাস নামের এক যুবককে। ধৃত দয়াল দাস এই পার্লারের কর্মচারী৷ পার্লার মালিক উত্তল শীলের হত্যার পর থেকেই সে পলাতক ছিল। হাইলাকান্দি পুলিশ বুধবার রাতে শিলচর চেংকুরি থেকে গ্রেফতার করে তাকে। তবে মূল অভিযুক্ত রূমন বর্মণ এখনও পলাতক। হাইলাকান্দি জেলা পুলিশ দয়াল দাসকে গ্রেফতার করে বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশদিনের রিমান্ডের জন্য আবেদন করে। যদিও মহামান্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৮১/২০২৪ মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ধারা ১২০বি/৩০২। তবে মূল অভিযুক্ত রূমন বর্মণের খোঁজে রয়েছে হাইলাকান্দি পুলিশ। শীঘ্রই তাকে জালে পুরা হবে বলে আশাবাদী জেলা পুলিশ।
উল্লেখ্য, গত ১৯ মার্চ হাইলাকান্দি শহরের শিববাড়ি রোডের সূর্য মার্কেটে থাকা রিল্যাক্স ইউনিসেক্স পার্লারের ভিতরে বাক্স বন্দি অবস্থায় এই পার্লারের মালিক উত্তম শীলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এনিয়ে জেলাজুড়ে রীতিমতো চান্চল্য সৃষ্টি হয়। পরে মৃত পার্লারের মালিক উত্তম শীলের ভাই হাইলাকান্দি সদর থানায় খুনের ঘটনা জানিয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে পুলিশ এদিন থেকেই নড়চড়ে বসে। অভিযুক্তদের ধরতে জোর অভিযান শুরু করে জেলা পুলিশ। আর সাফল্যও পায়। আভিযান চালিয়ে বুধবার দয়াল দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে কাছাড় পুলিশের সহযোগে হাইলাকান্দি পুলিশ তাকে শিলচর চেংকুড়ি রোড থেকে গ্রেফতার করে।