অনলাইন ডেস্ক : হাইলাকান্দিতে ভয়াবহ সড়ক দুৰ্ঘটনা । ম্যাজিক ট্ৰাক এবং ই-রিক্সার মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত এক, আহত দুই মহিলা। হাইলাকান্দি জেলা সদরের শিরিশপুর চা বাগান এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় সংগঠিত হয়েছে মর্মান্তিক এই দুৰ্ঘটনা। সেখান থেকে প্রাপ্ত সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যারাতে। শিরিশপুর বড় বাংলার সামনে। এ সময় হাইলাকান্দি থেকে একটি ম্যাজিক গাড়ি করিমগঞ্জ জেলার ভৈরবনগর যাওয়ার পথে উল্টোদিক থেকে যাত্রীবোঝাই একটি ই-রিক্সা (টুকটুক)-র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ই-রিক্সাটি শিরিশপুর আসছিল বলে জানা গিয়েছে। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ই-রিক্সার চালক বসির উদ্দিন লস্কর । মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুইজন মহিলা। আহত মহিলাদের তৎক্ষণাত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। ঘটনাস্থলে প্রাণ হারানো চালক বসির উদ্দিন লস্করের বাড়ি মোকামটিলা। আর জখম দুই মহিলার বাড়ি স্থানীয় মেমটিলা। এদিকে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা ও চা শ্রমিকরা মোকামটিলা তেমাথায় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন বলে জানা গিয়েছে । অবশ্য দুর্ঘটনার পরই শিরিশপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে দুর্ঘটনাস্থল পৌঁছেন। অন্যদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে হাইলাকান্দি জেলার সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন।