অনলাইন ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক পরিচয়ে অর্থ দাবির অভিযোগে মনিপুর থেকে ধরে আনা হল এক ব্যক্তিকে। মনোরঞ্জন কোমাথ নামে ওই ব্যক্তিকে ইম্ফল থেকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে, কোমাথ এ জেলায়ও কয়েকজনের কাছে অর্থ দাবি করেছিলেন। উপরমহল থেকে এ নিয়ে বার্তা আসার পর তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় শিলচরে।
সূত্রটি আরও জানান, কোমাথ বিগত দিনে বিভিন্ন জঙ্গির সংগঠনের সঙ্গে সরকারের শান্তি আলোচনায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন। যদিও তিনি কোনওভাবেই স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সম্পর্কযুক্ত নন। কিন্তু জঙ্গিদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ভূমিকা নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে জাহির করছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক হিসেবে। কুমারকে গ্রেফতার করে নিয়ে আসার পর পুলিশ তাকে আদালতে পেশ করে। আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে রিমান্ডে।