অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় তার নামে আপত্তিজনক মন্তব্য করা হয়েছে এই অভিযোগ এনে সদর থানায় এজাহার দায়ের করলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল।
বৃহস্পতিবার দায়ের করা এজাহারে অভিজিৎ উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে তিনি অন্য এক রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, তার ভাবমূর্তি কালিমা লিপ্ত করতেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এজাহার দায়ের করার পর সংবাদ মাধ্যমকে অভিজিৎ জানান “কাছাড়ের জনতার আওয়াজ”-নামে এক পেজ থেকে এই অভিযোগ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ২০ এপ্রিল নাকি শহরের পার্ক রোডের এক হোটেল থেকে তাকে ফোন করা হয়েছিল। আর ওই ফোন পেয়ে পরদিন তিনি বৈদ পদবীর বিজেপির এক কর্মকর্তার কাছ থেকে স্যূটকেস সমঝে নেন।
একথা জানিয়ে অভিজিৎ বলেন, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে এমন কিছুই ঘটেনি। সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এমন মিথ্যা প্রচার করা হয়েছে। যে বা যারাই এর পেছনে রয়েছে তাদের সনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দ্বারস্থ হয়েছেন পুলিশের।