অনলাইন ডেস্ক : হেরোইন পাচারের পথে সোনাই নগদীর গ্রাম এলাকা থেকে দুজনকে পাকড়াও করল পুলিশ। এদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৫৭২ গ্রাম হেরোইন। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন বাজেয়াপ্ত করা হেরোইনের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ৩ কোটি টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান গ্রেফতার করা হয়েছে কচুদরম থানা এলাকার মোহনখাল ষষ্ঠ খন্ডের আনোয়ার হোসেন মজুমদার (২৪) ও সোনাই নগদীরগ্রাম চতুর্থ খন্ডের হোসেন আহমদ লস্কর (২৮)কে। এরা একটি গাড়িতে চড়ে যাচ্ছিল। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদের ধাওয়া করে পাকড়াও করা হয়। পুলিশ যখন তাদের পাকড়াও করতে যায় তখন হোসেন আহমদ পালানোর চেষ্টা চালায়। যদিও শেষ পর্যন্ত পালাতে সক্ষম হয়নি।
তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪টি সাবানের কেসের ভেতর পাওয়া যায় ৫৭২ গ্রাম হেরোইন। আনোয়ার হোসেনরা আইজল থেকে নিয়ে এসেছিল হেরোইন। বর্তমানে এ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।