অনলাইন ডেস্ক : অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সেবা )চলতি বছরের শিক্ষা ক্যালেন্ডারে রবীন্দ্রজয়ন্তী ও ভাষা শহীদ দিবসকে উদযাপন দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে। পর্ষদের তরফে প্রকাশ করা ক্যালেন্ডার ৯ মে গোটা রাজ্যে রবীন্দ্রজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়গুলোতে উদযাপনের কথা বলা হয়েছে। অন্যদিকে ১৯ মে ভাষা শহীদ দিবসও উদযাপনের দিন হিসেবে উল্লেখ রয়েছে । তবে ভাষা শহীদ দিবস উদযাপন শুধু বরাক উপত্যকার জন্য নির্ধারণ করা হয়েছে। গত বছর ৯ মে রবীন্দ্র জয়ন্তী ও ১৯মে ভাষা শহীদ দিবসে গুণোৎসব ও উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল ।এ নিয়ে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, অসম উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থা সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদের ঝড় তুলেছিল। শেষ পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ ও সর্বশিক্ষা মিশন দাবি মেনে এই দুইদিনকে গুণোৎসব ও পরীক্ষার বাইরে রাখা হয়েছিল।