অনলাইন ডেস্ক : শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য যে বিশাল ভোটে জিতবেন তা আঁচ করা যাচ্ছিল আগে থেকেই। আর বাস্তবেও ঘটলো তা। পরিমলবাবু শিলচর লোকসভা আসনের ইতিহাসে নয়া রেকর্ড গড়ে জয়ী হয়েছেন ২,৬৪,৩১১ ভোটের ব্যবধানে। আর পরিমল বাবুর এতো বিশাল ব্যবধানে জয়ের ক্ষেত্রে ভূমিকা রয়েছে খোদ প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রতিবেশীদেরও।
সূর্যকান্ত শিলচর শহরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সব মিলিয়ে ওই ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৭২৫৯, এর মধ্যে ভোট দিয়েছেন ৫৩৪৯ জন। সেখানে পরিমল বাবু পেয়েছেন ৪১৮৭ ভোট আর সূর্যকান্তর পক্ষে ভোট পড়েছে মাত্র ৬৩৩টি। অর্থাৎ সূর্যকান্তর তুলনায় ২৬ নম্বর ওয়ার্ডে পরিমল বাবু ভোট পেয়েছেন প্রায় ৭ গুণ বেশি। তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, সূর্যকান্ত নিজে ওই ওয়ার্ডের ৮৫ নম্বর ভোটকেন্দ্র জি সি কলেজের ৭ নম্বর কক্ষের ভোটার।
ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৬৮৭, ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৪১ জন। এরমধ্যে ৪৩৭ জন ভোট দিয়েছেন পরিমল বাবুকে এবং ৯১ জন সূর্যকান্তকে।