অনলাইন ডেস্ক : তিনদিনের শিলচর সফরে এসেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরোর উত্তরপূর্ব জোনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জানে নামচু। শুক্রবার এনআইটি শিলচরে অনুষ্ঠেয় ‘পিআইবি বার্তালাপ’ শীর্ষক এক মিডিয়া ওয়ার্কশপ-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। শিলচর সফরে এসে বৃহস্পতিবার সন্ধ্যেয় নামচু বিভাগীয় তিন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সাময়িক প্রসঙ্গ দফতরে আসেন। এখানে নামচু সহ অন্যান্যদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। তুলে দেওয়া হয় উপহারও। পরে তিনি সংবাদপত্রের কর্ণধার ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
নামচু সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরেন। এদিন তিনি সাময়িক প্রসঙ্গের কাজের প্রাণবন্ত পরিবেশে মুগ্ধতা প্রকাশ করেন। পত্রিকার কর্ম সংস্কৃতি ও আন্তরিকতা নিয়ে সন্তোষ ব্যক্ত করে এই পত্রিকা পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন নামচু। নামচু ও তাঁর সফরসঙ্গী আধিকারিকদের সঙ্গে সাময়িক প্রসঙ্গ পরিবারের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। অনুষ্ঠানে সাময়িক প্রসঙ্গ সম্পাদক তৈমুর রাজা চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রকাশক রিপন নাথ, ম্যানেজার সুরজিৎ দেব, কার্যবাহী সম্পাদক গৌতম দত্ত, বার্তা সম্পাদক উত্তমকুমার সী, বরিষ্ট সাব এডিটর মিলন লস্কর, মৃত্যুঞ্জয় দাস, শুভেন্দু দাশ, রাফিউল আলম লস্কর, সাময়িক প্রসঙ্গ অনলাইনের প্রধান ড. চারু যোশী, নির্ঝর চৌধুরী, হিজল চৌধুরী ও ডা: নিলুফার মজুমদার।