অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এযাবৎ এক দিনও ছুটি নেননি নরেন্দ্র মোদি। তথ্যের অধিকার আইনে (আরটিআই) আনা এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। বলা হয়েছে, ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে প্রতিদিনই কাজ করেছেন মোদি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে ২০১৪-র জুন মাসে মোদি তাঁর মন্ত্রীদের আচরণবিধি সংক্রান্ত নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছিলেন, স্বচ্ছ ও দক্ষ সরকারের যে কথা তিনি ভোটের আগে দিয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করতে চান। পরিবারের কাউকে ব্যক্তিগত সচিব না করা, নিয়মিত সম্পত্তির হিসাব দাখিল করার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ছুটি না নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি।