অনলাইন ডেস্ক : সম্প্রীতির বন্ধন কতটা মজবুত তার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরে গোটা দেশের মানুষ বিজয় উল্লাসে মেতে ওঠে। সেই মুহূর্তে বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মালম্বীদের মন্দিরে হামলার খবর পাওয়া যায়। এমন খবরে বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলার সচেতন নাগরিক ও মাদরাসার ছাত্ররা শহরের বিভিন্ন মন্দিরের নিরপত্তার দায়িত্ব নিয়ে পাহারা বসে।
মঙ্গলবার ফজর নামাজের পর থেকেই কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের বিভিন্ন মন্দিরের সামনে বসে পাহারার ব্যবস্থা করে। ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়, ফজরের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। যদিও সুনামগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মন্দির পাহারা দেওয়া স্বেচ্ছাসেবক আম্মার আহমদ বলেন, সুনামগঞ্জ অসাম্প্রদায়িক শহর। এই শহরে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি। হাছন রাজার এই শহরে আমরা হিন্দু-মুসলমান ভাই ভাই। তাই তাদের নিরাপত্তা ও তাদের অভয় দিতে মন্দিরের সামনে আমরা অবস্থান নিয়েছেন তারা।
ঢাকা থেকে আমিনুল হক