অনলাইন ডেস্ক : শিলচরে ধরা পড়লো চোর চক্রের দুজন। শুক্রবার ভোররাতে সদরঘাট সেতুর নীচে লুকিয়ে থাকা অবস্থায় পাকড়াও করা হয় দুজনকে। ধৃত দুজন হল শ্রীকোনা গুড়বস্তির হাসান আহমদ (২৭) ও হাইলাকান্দি জেলার বর্নিব্রিজ বাগান এলাকার সালমান উদ্দিন বড়ভূঁইয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে এই দুজন একটি বিদ্যুৎ চালিত অটো ও ৬টি মোবাইল, ১টি ব্যাটারি ও অন্যান্য সামগ্রী চুরি করে এনে অটো সেতুর একপাশে রেখে
লুকিয়ে ছিল। রাতে শহরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাওয়ার পথে পুলিশের নজরে পড়ে যেতে পারে এই ভয়ে তারা লুকিয়ে ছিল সেতুর নিচে। উদ্দেশ্য ছিল ভোর হওয়ার পর বের হবে রাস্তায়। এর মাঝেই সদর থানার টিএসআই শুভজিৎ দত্ত বাহিনী নিয়ে টহলদারির সময় তাদের নজরে পড়ে সেতুর পাশে
দাঁড় করিয়ে রাখা বিদ্যুৎ চালিত অটোটি। সন্দেহ হওয়ায় আশপাশের খোঁজাখুঁজি করে সেতুর নিচে সন্ধান মেলে লুকিয়ে থাকা হাসান ও সলমানকে। তখন তাদের কাছে পাওয়া ৬ টি মোবাইল ও ব্যাটারি সহ অন্যান্য সামগ্রী। অটো সহ এসব সামগ্রী চুরি করে এনেছিল তারা। তবে ঠিক কোথা থেকে এসব চুরি করে এনেছিল তা এখনও জানা যায়নি।
পুলিশের এক সূত্র জানান হাসানরা গোটা উপত্যকায় ছড়িয়ে থাকা এক বড় মাপের চোর চক্রের সঙ্গে জড়িত। বর্তমানে তাদের সঙ্গী অন্যান্যদের খোঁজ চলছে।