অনলাইন ডেস্ক : সোমবার রাতে নগাঁও জেলার চাকরিগাঁও এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি ক্ৰমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতার হামলায় রবীন ফুকন নামের ট্রাফিক পুলিশের এক অফিসার আহত হয়েছেন। উত্তেজিত জনতা এলাকায় ব্যাপক ভাঙচুর চালাচ্ছেন। এদিকে দুৰ্ঘটনার পর অকুস্থলে নগাঁও জেলার সাধারণ ও ট্রাফিক পুলিশ সহ নিরাপত্তা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে একাংশ স্থানীয় মানুষ পরিস্থিতি উত্তপ্ত করে তুলে এক সময় পুলিশের গাড়িতেও হামলা চালান।
পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। উত্তেজিত জনতার সঙ্গে খণ্ডযুদ্ধে আহত হয়েছেন পুলিশ অফিসার রবীন ফুকন। জানা গেছে, গতকাল রাতে চাকরিগাঁও এলাকায় দণ্ডায়মান একটি ট্রাকের পিছন দিকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে তিন আরোহীবাহী বাইক। সংঘর্ষ এত তীব্র ছিল যে ঘটনাস্থলে তিন বাইক আরোহীর মৃত্যু হয়।