অনলাইন ডেস্ক : বুধবার রাতে সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো বদরপুর থানা এলাকার শ্রীগৌরী মাধবধামের সন্মুখে। মারুতি এস্কপেসো গাড়ি ও ই- রিকশা সংঘর্ষে গুরুতর জখম ই- রিকশা চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাত ১০ টায় শ্রী ভূমি জেলা অভিমোখ থেকে দ্রুতগতিতে আসা একটি এএস১১এবি৮৮০৫ নম্বরের মারুতি এস্কপেসো গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে এএস১০ ইআর ১৫৮৪ নম্বরের ই- রিকশা গাড়িতে সজোরে ধাক্কা মারে ফলে জাতীয় সড়কে পাল্টি খেয়ে দুমড়ে মুচড়ে যায় ই- রিকশা গাড়িটি তাতে গুরুতরভাবে আহত হয়েছেন ই- রিকশা চালক শ্রীগৌরী দাস পাড়া গ্রামের কাঞ্চন দাস। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ এগিয়ে এসে গুরুতর ভাবে জখমপ্রাপ্ত ই- রিকশা চালক কে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বদরপুর ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা গ্রস্থ দুটো গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যান।