অনলাইন ডেস্ক : শিলচর-সৌরাষ্ট্র ইষ্ট-ওয়েষ্ট করিডরের বালাছড়া থেকে হারাঙ্গাজাও অংশের ৩১ কিলোমিটার চারলেন সড়ক নির্মানের কাজ আগামী মার্চের মধ্যে সম্পন্ন হয়ে উঠবে। এনএইচআইডিসিলের অধীনে ইষ্ট-ওয়েষ্ট করিডরের বালাছড়া থেকে হারাঙ্গাজাও অংশের চারলেন সড়ক নির্মানের কাজের দায়িত্বে রয়েছে সূচী ইনফ্রা প্রাইভেট লিমিটেড। বর্তমানের ওই অংশের কাজ চলছে তীব্র গতিতে। বড়াইল অভয়ারন্য হওয়ার দরুন দীর্ঘদিন থেকে বনবিভাগের ছাড়পত্র না মেলায় বন্ধ ছিল বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৩১ কিলোমিটার সড়ক নির্মানের কাজ। অবশেষে বনবিভাগের ছাড়পত্র মেলার পর বর্তমানে তীব্র গতিতে চলছে সড়ক নির্মানের কাজ। সুচি ইনফ্রা প্রাইভেট লিমিটেডের এক সুত্র জানায় বর্তমানে যে গতিতে কাজ চলছে তাতে করে আগামী মার্চের মধ্যে ওই ৩১ কিলোমিটার অংশের কাজ সম্পূর্ণ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এদিকে নৃরিমবাংলো থেকে জাটিঙ্গা ও জাটিঙ্গা পয়েন্ট থেকে হারাঙ্গাজাও অংশের ইষ্ট-ওয়েষ্ট করিডরের ৪৯ কিলোমিটার চারলেন সড়ক নির্মানের কাজের দায়িত্ব পেয়েছে গুজরাটের দীনেশ চন্দ্র আগরওয়াল ইনফ্রা লিমিটেড নামের নির্মান সংস্থা। ইতিমধ্যে ওই নির্মান সংস্থা ছোট ওয়াপু ও মিয়াংক্রোতে দুটি ক্যাম্প স্থাপন করেছে।এবং নির্মান কার্যস্থলে নির্মান সামগ্রী নিয়ে আসা শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যেই ওই নির্মান সংস্থা কাজ শুরু করবে বলে জানা গিয়েছে নির্মান সংস্থা সুত্রে।