অনলাইন ডেস্ক : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, টেট এর মাধ্যমে শিক্ষা বিভাগের দালালরাজ বন্ধ করা হয়েছে। আর এখন পুলিশ সহ অন্যান্য বিভাগেও দালাল বন্ধ করে দেওয়া হয়েছে। হিমন্ত বলেন, ‘আজ অবধি বরাকের সব চেয়ে বেশি চাকরি আমার হাত দিয়ে হয়েছে। এই ১ লক্ষ চাকরির বাইরেও নতুন আরও ৩৫ হাজার চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই দেওয়া হবে। এরপরও এই প্রক্রিয়া চলতে থাকবে। এখন শুধুমাত্র প্রয়োজন ভালো করে লেখা পড়া করার৷ ভালো ফল করলে নিশ্চই চাকরি হবে। কারণ এখন আর দালাল নেই৷’ তাঁর মন্তব্য, ‘আগে রাজ্যে ১৮ লক্ষ মানুষ অরুণোদয় প্রকল্পে লাভান্বিত হয়েছিল। আর এখন মোট ২৭ লক্ষ লোক উপকৃত হচ্ছে। এছাড়াও এরই মধ্যে আরও তিন লাখ অরুণোদয় দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কিছুদিন পূর্বেই ৪২ লক্ষ নতুন রেশন কার্ড দেওয়া হয়েছে। ক্ষুদ্র ঋণ রেহাই দেওয়া হচ্ছে। গত ২ বছরে ১৬ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। এছাড়া ফের একবার প্রধানমন্ত্রী আবাসের জব্য জিও টেগিং প্রক্রিয়া আরম্ভ করা হবে। আর সব ঠিকঠাক ভাবে চললে রাজ্যের রেশন কার্ড থাকা প্রত্যেক পরিবার অরুণোদয় প্রকল্পের অধীনে আসবে বলেও জানান মুখ্যমন্ত্রী।