অনলাইন ডেস্ক : রবিবার রাতে শিলচর পাবলিক স্কুল রোডে একটি দোকানে অগ্নিকাণ্ডে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, লক্ষীনারায়ণ বিবাহ বাসরের কাছে থাকা পুষ্পা স্টোর্স নামে দোকানটি ছিল বন্ধ। রাত সাড়ে দশটা নাগাদ ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আশপাশের লোকেরা তা দেখে খবর দেন দমকল বাহিনীকে। দমকল বাহিনী তিনটি গাড়ি নিয়ে পৌঁছে দোকানের দরজা খুলে জল ছিটিয়ে আগুন নেভায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে পরিমাণ বেশ বড় অংকের হবে বলে অনুমান করা হচ্ছে। একইভাবে অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে শর্ট সার্কিট থেকে।