পাঁচগ্রামের পান দোকানী রাজু দাস এবার শিলচর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। রাজনৈতিক দলের হয়ে নয় । নির্দল প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন পাঁচগ্রামের রাজু দাস । এর আগে রাষ্ট্রপতি পদেও মনোনয়ন দিয়ে প্রচারের আলোয় এসেছিলেন রাজু দাস। একজন পান দোকানী হয়ে বিশাল শিলচর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় করার উদ্দেশ্যে কি? এই প্রশ্নের উত্তরে রাজু দাস জানান, শিলচর শহর রাজ্যের দ্বিতীয় বড় শহর । এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার গরিমাই আলাদা। তাই শিলচর আসন থেকে লড়াইয়ে নেমেছেন। শিলচরে লড়ার অন্য একটি কারণ রয়েছে তার।তিনি বলেন, শিলচরের উন্নয়নে সঠিক তথ্য গোপন রাখার কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে।শিলচরের রাজনৈতিক নেতারা দিল্লি – দিসপুরের কাছে আসল তথ্য প্রকাশ করেন নি বা করতে পারেন না। রাজনৈতিক কারণে তাদের বাধা রয়েছে। তাই শিলচরের উন্নয়নে মূল সমস্যা গুলো তুলে ধরে ভোট যুদ্ধে যাঁপাবেন । এবং ভোটে জয়ী হলে শিলচরে কুঠির শিল্প স্থাপনের উপর জোর দিবেন বলে জানান রাজু দাস।