অনলাইন ডেস্ক : সিলিন্ডার ফেটে গুরুতর অভাবে আহত হলেন গ্যাস বেলুন বিক্রেতা। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে শিলচর সদরঘাটের নতুন সেতুতে। আহত গ্যাস বেলুন বিক্রেতা সুজিত মাহাতো (২৮) বর্তমানে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সুজিত বিহারের মতিহারী জেলার বাসিন্দা। শিলচরে রংপুর ভিআইপি লাইনে ভাড়া বাড়িতে থেকে তিনি গ্যাস বেলুন বিক্রি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রবিবার দুপুর ১২ টা নাগাদ সুজিত হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রির জন্য শহরের দিকে আসছিলেন। সদরঘাটের দিকে সেতুর প্রায় শেষ প্রান্তে পৌঁছার পর হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের চোটে সুজিত উড়ে গিয়ে আছড়ে পড়েন সেতুর ফুটপাতের গার্ডওয়ালে। আর বেলুন সহ অন্যান্য সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সুজিতকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি মেডিকেলে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানিয়েছেন, সিলিন্ডার ফেটে এত জোরে শব্দ হয়েছে যে অনেক দূরে অফিস পাড়ায়ও শুনা গেছে তা। বোমা বিস্ফোরণ ঘটেছে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।