অনলাইন ডেস্ক : রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। নাম অমিত দেব। বয়স আনুমানিক ২৭। রামনগরের এফসিআই গুদামের পাশে তাঁর রেলে কাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। যুবকটির এক আত্মীয়ের কথা অনুযায়ী, শিলচর শরৎপল্লীর বাসিন্দা অমিত শুক্রবার সকালে বাইরে গিয়েছিলেন আর ফিরে আসেননি। কয়েক ঘণ্টা পর নিহত যুবকের পরিচয়পত্র দেখে রেলওয়ের কর্মীরা পরিবারকে ফোন করে জানায় যে তার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি অমিতের বলে শনাক্ত করেন। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে অমিত দেবের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অমিতের আরেক আত্মীযয়ের জবানবন্দি অনুযায়ী, “তিনি সোনাই রোড শরৎপল্লীর বাসিন্দা। সকাল সাড়ে ৭টায় চা খেয়ে বেরিয়েছিলেন। সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা ফোনে খবর পাই। একটি আইডি কার্ড সহ এফসিআই এর পাশে রামনগরে একটি মৃতদেহ পাওয়া গেছে। সেই অনুযায়ী আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করি। একটি চলন্ত ট্রেনের সাথে ধাক্কায় সে ধাক্কা খেয়েছিল। তার কাছে একটি প্ল্যাটফর্ম টিকিটও পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে তিনি হয়তো রেলওয়ে প্লাটফর্মে গিয়েছিলেন।’