অনলাইন ডেস্ক : সোমবার দুপুরে শহরের প্রেমতলা এলাকার নাগনাহা লেনে মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গ্রেফতার করল একজনকে। ধৃত শিবাজী শর্মা (২৭) শিলচরেরই তারাপুর গুনময়ী রোডের বাসিন্দা।
জানা গেছে, ঘটনাস্থলের পাশের এক বাড়িতে লাগানো সিসি ক্যামেরায় ছিনতাইয়ের পুরো দৃশ্য রেকর্ডিং হয়ে গিয়েছিল। সেই সূত্রে পুলিশ ছিনতাইকারী শিবাজীর স্কুটির নম্বর পেয়ে যায়। এরপর নম্বর যাচাই করে শিবাজীর ঠিকানা জেনে সোমবার রাতেই লোক লাগিয়ে তার বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হয়। যদিও সে সময় শিবাজী বাড়িতে না থাকায় পুলিশ সাদা পোশাকে গুনময়ী রোডের মুখে উড়াল পুলের পাশে ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পর শিবাজী স্কুটিতে চড়ে সেখানে পৌঁছালে তাকে পাকড়াও করা হয়।
পুলিশের এক সূত্র জানান, তারা যখন শিবাজীকে ধরতে যান তখন সে বিপদ বুঝে চলন্ত স্কুটি থেকেই ঝাপিয়ে নেমে পালাতে শুরু করে। তবে আশপাশের লোকেদের সহায়তায় তাকে পাকড়াও করা সম্ভব হয়। পালানোর চেষ্টা করতে গিয়ে সে পায়ে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। সূত্রটি জানান, শিবাজীকে পাকড়াও করার পর জিজ্ঞাসাবাদ চালালে সে ছিনতাইয়ের কথা স্বীকার করে। সে জানায় ছিনতাইয়ের পর সে টাকা সরিয়ে মহিলার ব্যাগটি
ফেলে দেয় তারাপুর রেলস্টেশন এলাকায় নালার পাশে। পরবর্তীতে তাকে নিয়ে সেখানে গিয়ে ব্যাগ উদ্ধার করা হয়। শিবাজী আগেই টাকা সরিয়ে নিলেও ব্যাগে মহিলার কিছু নথিপত্র পাওয়া গেছে।
শিবাজী পুলিশকে নিজের সম্পর্কে যে বয়ান দিয়েছে সে অনুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। স্কুল জীবনে পড়াশোনা করেছে চাঁদমারি রোডের কেন্দ্রীয় বিদ্যালয়ে। মাঝে সে কিছুদিন বাঙ্গালুরুতে গিয়ে এক্সিস ব্যাঙ্কে কাজ করেছিল। গত বছর জুন মাসে বাঙ্গালুরুতে কাজ ছেড়ে চলে আসে শিলচরে। তার বাড়িতে রয়েছেন মা, পত্নী এবং এক শিশু সন্তান। প্রাথমিকভাবে শিবাজীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে
পুলিশ অনুমান করছে বেঙ্গালুরুতে থাকার সময়ই ব্যাংকে কাজের পাশাপাশি সে এক গ্যাংয়ের সঙ্গে মিলে ছিনতাইবাজিতে হাত পাকিয়েছিল। কথাবার্তার মাধ্যমে বারবার বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালালেও, এ পর্যন্ত যেটুকু তথ্য দিয়েছে তা থেকে মনে করা হচ্ছে, বেঙ্গালুরুতে সে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এলাকার বরুন গ্যাংয়ের সংস্পর্শে এসেছিল। যে গ্যাংয়ের লোকেরা দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে এভাবে বাইক বা অন্যান্য দ্বিচক্রযানে চড়ে ছিনতাই করে থাকে। বরুণ গ্যাং বিগত দিনে একের পর এক ছিনতাই করে ত্রাস সৃষ্টি করেছিল শিলচরেও। আর বরুন গ্যাংয়ের ছত্রছায়ায় থেকে বেঙ্গালুরুতে হাত পাকানোর পর শিবাজী তার স্বভূমি শিলচরে এসে শুরু করে ছিনতাইবাজি। গত কয়েক মাসে শিলচরে যেসব ছিনতাই হয়েছে সবকটি ঘটনার সঙ্গেই শিবাজী জড়িত বলেই মনে করছে পুলিশ। আর এখানে তার সহযোগী হিসেবে বরুন গ্যাং- এর অন্য কেউও রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে তথ্য বের করতে বর্তমানে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাকে।