অনলাইন ডেস্ক : শিলচর দাস কলোনী এলাকায় অপহরণের চেষ্টা চালানো হলো আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে। এ নিয়ে ওই ছাত্রী থানায় দায়ের করেছেন এজাহার।
ছাত্রীটি করিমগঞ্জের বাসিন্দা। তিনি শিলচর সুভাষ নগর এলাকায় ভাড়াঘরে থেকে পড়াশোনা করেন। তার বয়ান অনুযায়ী, ২১ আগস্ট বিকেলে বাসে করে বিশ্ববিদ্যালয় থেকে এসে তিনি নামেন রাঙ্গিরখাড়িতে। এরপর সুভাষ নগরে যাওয়ার জন্য একটি ই- রিক্সায় উঠেন। ই রিক্সায় চালকের সঙ্গে ছিল আরও একজন। যাওয়ার পথে চালক ছাত্রীকে নিয়ে দাস কলোনির এক গলিতে ঢুকে বলে সেদিক দিয়ে সহজে চলে যাবে সুভাষ নগরে। রাস্তাঘাট ঠিক মত না চেনায় তিনি ভাবেন চালক ঠিক কথাই বলছে। কিন্তু কিছুদূর এগুনোর পর চালক ও সঙ্গে থাকা লোকটির কথাবার্তা থেকে তার সন্দেহ হয়। এসবের মাঝেই এক বান্ধবী তাকে ফোন করেন। তখন তিনি বুদ্ধি করে এমনভাবে কথাবার্তা বলতে থাকেন যেন পুলিশের সঙ্গে কথা বলছেন। এতে চালক ভয় পেয়ে ই-রিকশা থামিয়ে দেয়।সে সময় তিনি কাছেই একটি অটো দেখতে পান। ওই অটোর চালককে জিজ্ঞেস করে তিনি জানতে পারেন ওই গলি দিয়ে সুভাষ নগরে যাওয়া সম্ভব নয়। এতে তার মনে সন্দেহ জেগে ওঠে ই রিক্সাচালক ও সঙ্গে থাকা লোকটি অপহরণ বা অন্য কোনও অসৎ উদ্দেশ্যে তাকে ওই গলির ভিতর নিয়ে গিয়েছিল। এসবের মাঝে বিপদ বুঝে চালক ও সঙ্গে থাকা লোকটি ইরিক্সা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর অটো রিক্সা চালক এবং অটোয় থাকা এক মহিলা তাকে পৌঁছে দেন সুভাষ নগরের বাড়িতে।।
ছাত্রীর এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।