অনলাইন ডেস্ক : শুধু শুধু গর্ত ভরাট করে ঠিকাদারকে অর্থবান করে কি লাভ। শিলচরে পূজোর আগে আগেই পূর্ণোদ্যমে সংস্কার করা হবে রাস্তা। একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বৃহস্পতিবার শিলচরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই বৃষ্টির মরশুমে রাস্তা ভরাট করে কোনও লাভ নেই। এতে শুধু শুধু অর্থ গুনে দিতে হবে ঠিকাদারকে। গুয়াহাটিতেও রাস্তার গর্ত ভরাটের কাজ করা হচ্ছে না। সেখানেও কাজ হবে পুজোর আগে।
শিলচরে ফ্লাইওভার তৈরির প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। কারণ কেউ জমি ছেড়ে দেবেন না। আর লোকেদের বাড়ি ঘরের উপর দিয়ে ফ্লাইওভার তৈরি করলে দেখা দিতে পারে অন্য সমস্যা। এই পরিস্থিতিতে সব কিন্তু ভেবেচিন্তে ড্রয়িং তৈরি করা হচ্ছে। ড্রইং তৈরির পর পুজো শেষে এনিয়ে শহরবাসীর মতামত যাওয়া হবে।
শিলচরের পুর নির্বাচন নিয়ে তার বক্তব্য, হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। এবার শিলচরবাসী কেউ এই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য হাইকোর্টে আবেদন করলে ব্যাপারটা অনেকটাই সহজ হতে পারে। তার কথায় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের তরফ থেকে কিছু করা হলে আদালতের হয়তো ভাবনা হয়, এর পেছনে রয়েছে রাজনীতির অংক। কিন্তু শিলচরবাসী আবেদন করলে আদালতের কাছে তা অনেকটাই বিশ্বাসযোগ্য ঠেকবে। আর এতে স্থগিতাদেশ বাতিল হয়ে নির্বাচনের পথ প্রশস্ত হতে পারে নির্বাচনের পথ। তিনি বলেন স্থগিতাদেশ প্রত্যাহার হলে, এক মাসের মধ্যেই করা যেতে পারে ভোট গ্রহণ।
ধলাই রজনীখালের জু পার্ক নিয়ে তিনি বলেন, তা গড়ে তুলতে কিছুটা সময় লাগবে। কারণ সুপ্রিমকোর্টের কিছু বিধি নিষেধ রয়েছে। তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জু- পার্ক গড়ে উঠবে অবশ্যই।