অনলাইন ডেস্ক : অবশেষে শিলচর পুরসভার সরকার মনোনীত পুরসদস্য হিসেবে দেবাশীষ সোম ও সন্ধ্যা রানী আচার্যর মনোনয়ন স্থগিত রাখা হলো। রাজ্যের আবাসন ও নগর বিষয়ক বিভাগের আয়ুক্ত-সচিব কবিতা পদ্মনাভন এইমর্মে নির্দেশ জারি করেছেন।
প্রসঙ্গত রাজ্যের অন্যান্য পুরসভায় সরকার মনোনীত পুরসদস্য নিযুক্তির সঙ্গে সঙ্গে গত ২১ জুলাই শিলচর পুরসভায়ও দুই বিজেপি কর্মকর্তা দেবাশীষ সোম ও সন্ধ্যারানী আচার্যকে নিযুক্ত করা হয়। আয়ুক্ত সচিব কবিতা পদ্মনাভনই জারি করেন এই নির্দেশ। তবে এরপর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে শিলচরে নির্বাচিত পুরবোর্ড না থাকা সত্ত্বেও কিভাবে এই দুজনকে কিভাবে মনোনীত করা হলো। ব্যাপারটা বেআইনি বলেও অভিমত ব্যক্ত করেন অনেক বিশেষজ্ঞ। এছাড়া বিভিন্ন দল সংগঠন থেকে দাবি জানানো হয় এদের মনোনয়ন বাতিল করার।
এসবের পর কবিতা পদ্মনাভন এবার ফের নতুন নির্দেশ জারি করে বলেছেন শিলচর পুরসভায় নির্বাচিত বোর্ড গঠন না হওয়া পর্যন্ত এই দুজনের মনোনয়ন স্থগিত রাখা হলো। এদিকে পুরসভার নিয়মাবলী সম্পর্কে যারা বিশেষভাবে অবহিত, তাদের বক্তব্য, নির্দেশে দুজনের মনোনয়ন স্থগিতের কথা বলা হলেও কার্যত তা বাতিলেরই সামিল।