অনলাইন ডেস্ক : পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটলো পথচারীর। দুর্ঘটনা ঘটে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ শালচাপড়া এলাকায়। হত দেবেন্দ্র চন্দ্র দাস (৬২) ছিলেন শালচাপড়া প্রথম খন্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে দেবেন্দ্র বাবু পায়ে হেঁটে যাওয়ার সময় একটি স্কুটি তাকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে সেখানে তার মৃত্যু ঘটে।
এদিকে রবিবার দুপুরে কাঁঠাল রোডে দুর্ঘটনায় শেখর চন্দ্র দাস নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ঘাতক ম্যাজিক ভ্যানের চালক ইজাজুল হক মজুমদার (২৪)কে। ইজাজুল কাঠাল রোডেরই চন্দ্রপুর এলাকার বাসিন্দা।গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে বিএনএস -এর২৮১/১১০/১০৬(১)/১২৫(বি) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। এদিন আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে।