অনলাইন ডেস্ক : ঈদের সকালে শিলচর পঞ্চায়েত রোডে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার রাশ টেনে ধরতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উভয়পক্ষ-কে শান্তি বজায়ের আহ্বান জানিয়ে তিনি তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে পঞ্চায়েত রোড জামে মসজিদের নির্মীয়মাণ ভবনের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত মসজিদের জানালার কাচ নতুন করে বসানোর উদ্যোগও নিয়েছেন বিধায়ক। শুধু এ-ই নয়, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্বহালের লক্ষ্যে বিবদমান দুই গোষ্ঠীকে নিয়ে শুক্রবার দুপুরে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ছিল ইসলাম ধর্মালম্বীদের ঈদ-উল আজহা। ফলে সকাল থেকে-ই ছিল উৎসবের আবহ। কিন্তু বেলা ১১টা নাগাদ ছন্দপতন ঘটে পঞ্চায়েত রোড এলাকায়। পশু কুরবানিকে ঘিরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই সম্প্রদায়ের কিছু যুবক।এরপর ক্রমেই চড়তে থাকে উত্তেজনার পারদ। ধর্মীয় স্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলা হয় পরিবেশ। পাথর ছুড়ে চুরমার করে দেওয়া হয় মসজিদের জানালার কাচ। তবে পুলিশ ও প্রশাসনের সময়োচিত পদক্ষেপে জল বেশিদূর গড়াতে পারেনি। ঘটনার খবর পেয়ে বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, মণ্ডল সভাপতি দুলাল দাস, প্রাক্তন পুরকমিশনার অসীম দাসকে সঙ্গে নিয়ে এদিন বিকেলে -ই অকুস্থলে যান দীপায়ন। ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শনের পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দুই পক্ষকেই শান্তি বজায়ের আহ্বান জানান। পরে দৈনিক সাময়িক প্রসঙ্গ-র সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন বলেন, মসজিদের জানালার কাচ নতুন করে বসানোর দায়িত্ব তিনি স্থানীয় যুবক মুন্না লস্করকে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ঘটনার পর উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেছেন। আইন তার নিজস্ব পথেই চলবে। তবে তিনি চাইছেন, আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হোক বিবাদের। তা-ই আগামীকাল (শুক্রবার) দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মসজিদের নির্মীয়মাণ ভবনের জন্য ৫ লক্ষ টাকার অর্থসাহায্য ঘোষণা করেছেন তিনি। এদিকে, বিধায়কের এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েত রোডের বাসিন্দারা। এলাকাবাসীর পক্ষে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায়, মণ্ডল সভাপতি দুলাল দাস, প্রাক্তন পুর কমিশনার অসীম (অপু) দাসকে ধন্যবাদ জানিয়েছেন সমাজকর্মী রফিক (মঞ্জু) লস্কর।