অনলাইন ডেস্ক : বরাক ফোরামের ‘শহিদ কমলা-সুদেষ্ণা স্মৃতি সাহিত্য সম্মাননা ২০২৩’- এর জন্য মনোনীত হয়েছেন লেখিকা কাজল দেমতা। বরাক উপত্যকার ভাষা আন্দোলনের নারী শহিদ কমলা ভট্টাচার্য ও সুদেষ্ণা সিনহার নামাংকিত এই সম্মাননা ২০২১ সাল থেকে শুরু হয়েছে। দীর্ঘদিন থেকে সাহিত্যচর্চা, সৃজনশীল রচনা ,
পত্রিকা সম্পাদনায় জড়িয়ে রয়েছেন কাজল দেমতা। নিজের লেখায় বিশেষ করে চা জনগোষ্ঠীর জীবনের সুখ দুঃখের কথা ও
তাদের জীবন সংগ্রামের কথা
তুলে ধরেছেন। ফোরামের মুখ্য আহ্বায়ক দেবরাজ দাশগুপ্ত জানান, উপত্যকার ভাষা শহিদদের স্মরণ এবং বরাক উপত্যকায়
সাহিত্য চর্চায় যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদের সম্মানিত করার উদ্দেশ্যে এই সাহিত্য সম্মাননা। বরাক ফোরামের অন্যতম আহ্বায়ক দীপায়ন পাল জানান, প্রতিষ্ঠার পর থেকে বরাক ফোরাম শিলচর তথা বরাক উপত্যকায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিবেশ যাতে আরো সুসংহত হয়, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে চলতি বছরে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান টি করা যাচ্ছে না। নতুন বছরে একটি সম্মাননা অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে
লেখিকা কাজল দেমতার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে ।