অনলাইন ডেস্ক : বদল আসছে রান্নার গ্যাসের লোহার সিলিন্ডারেও। এবার থেকে লোহার সিলিন্ডারের বদলে গ্রাহকদের নিতে হবে কম্পোজিট সিলিন্ডার। সে জন্য অতিরিক্ত ৮০০ টাকা দিতেও হবে প্রত্যেক গ্রাহককে। একেই রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে জেরবার সাধারণ মানুষ। তার উপর নয়া নিয়মে অতিরিক্ত টাকা গুণতে হবে মধ্যবিত্তকে।
বর্তমানে নতুন গ্যাস সংযোগ নিতে গেলে লোহার সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাহককে দিতে হয় ২ হাজার ২০০ টাকা। সেই জায়গায় কম্পোজিট সিলিন্ডারের জন্য জমা করতে হবে ৩ হাজার টাকা। অর্থাৎ সিলিন্ডার বদল করে বাড়ানো হচ্ছে অতিরিক্ত ৮০০ টাকা। ডাবল সিলিন্ডারের সংযোগ নিলে দিতে হবে বর্তমান খরচের উপর জমা করতে হবে ১ হাজার ৬০০ টাকা। সেই সঙ্গে পুরনো গ্রাহকদেরও এখনকার লোহার সিলিন্ডার পাল্টে কম্পোজিট সিলিন্ডার নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, কম্পোজিট সিলিন্ডার লোহার সিলিন্ডারের তুলনায় অনেকটাই হালকা। নতুন এই কম্পোজিট সিলিন্ডারে রয়েছে অনেক সুবিধা। এই সিলিন্ডার যে ভাবে বানানো হয়েছে তাতে বাইরে থেকেই দেখা যাবে কতটা গ্যাস রয়েছে। বাড়িতে জোড়া সিলিন্ডার না রেখে প্রয়োজন মতো আনা যায়। এই সিলিন্ডারে মরচে ধরার ভয় নেই।
ইন্ডিয়ান অয়েলের ইন্ডেন গ্যাস যাঁদের রয়েছে তাঁরা পুরনো সিলিন্ডার ফেরত দিয়ে ঘরে নিয়ে আসতে পারেন নতুন এই সিলিন্ডার। গ্যাস ডিলাররা জানাচ্ছেন, ইন্ডিয়ান অয়েলের রান্নার গ্যাসই ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। সংস্থা থেকেই ডিলারদের নির্দেশ পাঠানো হচ্ছে যে গ্রাহকদের কম্পোজিট সিলিন্ডারই নিতে হবে। যদিও সরকারি ভাবে এই নির্দেশিকা জারি করেনি কেন্দ্রীয় সরকার।