অনলাইন ডেস্ক : একজন রূপান্তরকামী যুবক, অন্যজন নিশ্চিতভাবে এক স্বাভাবিক পুরুষ দেহের যুবক। দুজনেরই বাড়ির লক্ষ্মীপুর মহকুমা এলাকায়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর তারা কিছুদিন একত্রবাসে থাকেন। তবে এবার প্রেমিক যুবক পালিয়ে যাওয়ার পর প্রতারনার অভিযোগ রূপান্তরকামী ওই যুবকটি দ্বারস্থ হয়েছেন আইনের।
জানা গেছে, রূপান্তরকামী যুবকটিকে জন্মের সময় শিশু পুত্র হিসেবেই পরিগণিত করা হয়েছিল। তার শরীরে শিশুরপুত্রের সব চিহ্নই বিদ্যমান ছিল। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে ধীরে ধীরে নারীর বৈশিষ্ট্য ফুটে উঠতে থাকে। তাই তিনি নিজেকে নারী হিসেবেই তুলে ধরতে থাকেন সমাজের কাছে। সাজগোজ থেকে চলাফেরা সবকিছুই নারীর মতো। এতে সমাজে অনেক সময়ই বিদ্রূপের শিকার হয়েছে তাকে। এসবের মাঝে এলাকারই বাসিন্দা যান চালক এক যুবক সহমর্মী হয়ে তার পাশে দাঁড়ায়। মেলামেশার সূত্রে একসময় তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুজনের জীবনকে এক সূত্রে গাঁথার সিদ্ধান্ত নেন তারা। তবে পরিবার-পরিজনরা ব্যাপারটা মেনে নিতে রাজি ছিলেন না । এই অবস্থায় তারা হাত ধরে বাড়ি ছেড়ে শিলচরে এসে আস্তানা গাড়েন তারাপুর এলাকায়। পরবর্তীতে স্থানান্তরিত হন শহরের অন্যান্য এলাকায় । শিলচরে একত্রবাস শুরু করার পর তাদের দিন কাটছিল প্রেমের আবহেই। দুজনের মধ্যে গড়ে উঠে শারীরিক সম্পর্কও। কিন্তু প্রেমিক যুবকটির আবেগ
খুব বেশিদিন অব্যাহত থাকেনি। প্রেমের সঙ্গী রূপান্তরকামী যুবকটিকে প্রতারণা করে কিছুদিন আগে সে পালিয়ে যায়। শুধু পালানোই নয় এর আগে হাতিয়ে নিয়ে যায় সঙ্গীর প্রচুর টাকাকড়িও। ঘটনা নিয়ে রূপান্তরকামী যুবকটি থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
এদিকে ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সমাজকর্মী আদিমা মজুমদার। তিনি বলেন,যে অভিযোগ উঠেছে তা খুবই গুরুতর। আবেগিক সম্পর্কে জড়িয়ে রূপান্তরকামী যুবকের হাত ধরার পর এভাবে প্রতারণা করে পালিয়ে যাওয়াটা মোটেই উচিত হয়নি ওই যান চালকের। সামাজিক পরিস্থিতির কথা ভেবে তার উচিত ছিল সঙ্গীর পাশে দাঁড়িয়ে তাকে ভরসা দেওয়া। কিন্তু তিনি তা না করে উল্টে পালিয়ে গেলেন প্রতারণা করে। তাই মানবিকতার কথা মাথায় রেখে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।
একই সুরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্য এক সমাজকর্মী সাধন পুরকায়স্থও। তিনি বলেন এ ধরনের সম্পর্ক আইনসিদ্ধ কিনা এ নিয়ে তিনি নিশ্চিত নন। তবে প্রতারণার অভিযোগ যখন উঠেছে, তখন তদন্তক্রমে ওই যান চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যাতে করে ভবিষ্যতে আর কেউ কারো জীবন নিয়ে এভাবে খেলার সাহস না পায়।