অনলাইন ডেস্ক : চলতি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। নিজেদের ৯টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে পাকিস্তান জয়ী হয়। প্রথম দু’টি ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরপর চার ম্যাচ হেরে পাকিস্তান নিজেদের বিশ্বকাপ সফর কঠিন করে ফেলেছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ, নিউজিল্যান্ড ম্যাচ জিতেও তারা শেষরক্ষা করতে পারেনি। এই আবহে সামনে এসেছে পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াঁদাদের এক সংবাদ মাধ্যমে ফের ভারতের বিরুদ্ধে বিষ উগরে দেওয়ার ভিডিয়ো। তাঁর মুখে রাম মন্দির প্রসঙ্গ। ‘রাম মন্দির থেকে ঘুরে এলেই হিন্দুরা মুসলিম হয়ে যাবেন’, এমন বিস্ফোরক মন্তব্য করেন মিয়াঁদাদ। শুক্রবারের এই ভিডিয়ো ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োয় মিয়াঁদাদ মন্তব্য করেন, ‘অযোধ্যায় রাম মন্দির পরিদর্শনকারী হিন্দুরা কোনও না কোনও ভাবে ইসলাম ধর্মান্তরিত হবেন।’ তাঁর দাবি, এই মন্দিরটির কাঠামোর ভিতটি আসলে ইসলামের প্রতীক। বাবরি মসজিদ ভেঙে অযোধ্যার রাম মন্দির নির্মাণের দিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন মিয়াঁদাদ।
ক্রিকেট কেরিয়ারে বরাবরই ভারত-বিরোধী হিসেবে পরিচিত মিয়াঁদাদ। খেলা ছাড়ার পরেও বদলায়নি তাঁর ভারত-বিরোধী মনোভাব। তিনি আত্মীয়তা স্থাপন করেছেন ভারতের মোস্ট আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে। এর আগেও তিনি তিনি একাধিকবার ভারত-বিরোধী মন্তব্য করেন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন ঠিক হয়ে যাওয়ার পর ফের ভারত-বিরোধী ও হিন্দু-বিরোধী মন্তব্য করলেন মিয়াঁদাদ। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ভিডিয়োটিতে মিয়াঁদাদকে বলতে শোনা যায়, ‘অযোধ্যাতে রাম মন্দির তৈরি করে ভুল করেছেন মোদি। কিন্তু এটা একদিক থেকে আমাদের পক্ষে শাপে বর হয়েছে। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আল্লাহর উপর। এই স্থান থেকেই আবার জেগে উঠবেন মুসলিমরা।’