অনলাইন ডেস্ক : সম্প্রতি এক মামলার প্রেক্ষিতে কর্ণাটক হাই কোর্ট জানিয়ে দিল যে রামি কোনও জুয়া নয়। তা সে বাজি রেখে হোক কি না রেখে হোক। রামি খেলটিকে ‘দক্ষতার খেলা’ বলে আখ্যা দিয়েছেন কর্ণাটকের বিচারপতি এস কৃষ্ণ কুমার। তিনি আরও পর্যবেক্ষণ করেন, অনলাইনে হোক কি সামনাসামনি বসেই হোক, রামি খেলকে দক্ষতার প্রয়োজন। তাই এটিকে জুয়া বলে আখ্যা দেওয়া যাবে না। এই খেলাটি জিততে ‘ভাগ্যের ওপর নির্ভর করে থাকতে হয় না’ বলে জানান বিচারপতি।উল্লেখ্য, অনলাইন গেমিং সংস্থা ‘গেমসক্রাফ্ট’কে নোটিশ পাঠিয়েছিল ‘ডিরেক্টরেট জেনারেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন্টেলিজেন্স’। এর আগেও গেমসক্রাফ্টকে ২১ হাজার কোটি টাকার কর প্রদানের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল কর্ণাটক হাই কোর্ট। তা সত্ত্বেও আবার গেমসক্রাফ্টকে নোটিশ পাঠায় আয়কর বিভাগের গোয়েন্দা সংস্থা। এর প্রেক্ষিতে মামলা গড়ায় উচ্চ আদালতে। সেই মামলারই শুনানি চলাকালীন রামি নিয়ে পর্যবেক্ষণ করেন বিচারপতি। এদিকে রামি ছাড়াও যেসব অনলাইন গেম ‘দক্ষতার খেলা’ এবং যেগুলির ফল নির্ধারণে ‘ভাগ্যের ওপর নির্ভর করতে হয় না’, সেই ধরনের খেলাগুলিও জুয়া নয়।