অনলাইন ডেস্ক : বিদ্যুতের বিল নিয়ে প্রায়ই মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অভিযোগ, চরচরিয়ে বাড়ছে বিলের খরচ। বিশেষত, এই গ্রীষ্মকালে বিদ্যুতের বিল মেটাতে গিয়ে হিমশিম খেয়েছেন আম জনতা। দেশবাসীকে বিদ্যুতের বিলে ছাড় দেওয়ার কথা ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র। বিদ্যুতের শুল্ক নিয়ে বড়সড় পরিবর্তন আনতে চলেছে মোদি সরকার। রাত ও দিনের মধ্যে ফারাক থাকবে তাতে!
কেন্দ্র সরকার ইলেকট্রিক বিলের জন্য নতুন শুল্ক নিয়ম আনতে চলেছে। সেই নিয়মে, দিনের বেলার বিদ্যুৎ বিলে ২০ শতাংশ শুল্ক কমানো হবে। কিন্তু উল্টোদিকে রাতে পিক সময়ে ২০ শতাংশ শুল্ক বাড়ানো হবে। তার জেরেই দিনের ও রাতে বিদ্যুৎ বিলে ফারাক দেখা যাবে। কেন এমন ভাবনাচিন্তা? ওই প্রতিবেদন সূত্রে খবর, গরমকালে এসির চাহিদা বাড়ছে। চলতি বছরে এসির ব্যবহার অন্যবারের তুলনায় অনেকটাই বেড়েছে। ২০২৭ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে। কারণ এসি ও শিল্পক্ষেত্রে বিদ্যুতের চাহিদা বাড়বে দিনে দিনে। আর গরমকালে রাতে বাড়িতে বাড়িতে এসির ব্যবহার বাড়ছে। তাই সেই প্রবণতা কমাতেই রাতের বেলা শুল্ক বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সূত্রের খবর, নয়া বিদ্যুৎ নীতি চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক। যা আগামী বছরের এপ্রিল থেকে বাণিজ্যিক এবং শিল্পের গ্রাহকদের জন্য চালু হতে চলেছে। ২০২৫ সালের মধ্যে দেশের অধিকাংশ গ্রাহক এই নতুন নিয়মের আওতায় চলে আসবে। জানা গেছে, দিনের বেলা ইউনিট পিছু যে বিদ্যুতের দাম দিতে হয়, তার তুলনায় ১০ শতাংশ থেকে ২০ শতাংশ কমবে। আর রাতে বিদ্যুতের বিল একই হারে বাড়বে। কেন্দ্রের দাবি, নয়া নিয়মে ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল কমাতে পারবেন গ্রাহক। তাদের বক্তব্য, বিদ্যুৎ খরচ করে জামাকাপড় কাচা, ইস্ত্রি বা রান্না করার মতো কাজগুলি নির্দিষ্ট সময়ে সেরে ফেললে খরচ কমানোর সম্ভব।
প্রশ্ন হল, দিনের কোন সময়ে বিদ্যুতের দর সস্তা হল, তা গ্রাহক বুঝবেন কী করে? বলা হচ্ছে, এব্যাপারে তথ্য জোগানো হবে গ্রাহককে। সেই তথ্য হয়তো মোবাইলেই পাবেন গ্রাহক।