অনলাইন ডেস্ক : মাদক বিরোধী অভিযানে ফের এক বিরাট সাফল্য পেলো রাতাবাড়ি পুলিশ। আসাম রাইফেল ও রাতাবাড়ি পুলিশের যৌথ অভিযানে অসম মিজোরাম সীমান্তের ছোট ভূবিরবন্দ এলাকা হতে ৪৮ কেজি গাঁজাসহ এক পাচারকারী কে পাকড়াও করা হয়েছে। নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ মহন্ত জানান রাতাবাড়ির ছোট ভূবিরবন্দ সীমান্ত দিয়ে মিজোরাম হতে অসমের মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে আসাম রাইফেলসের জওয়ানদের সহযোগে ওৎ পেতে থাকেন তাঁরা। রাতের অন্ধকারে বস্তাবন্দি করে মিজোরাম হতে অসমে গাঁজা পাচারের সময় আলতাফ হোসেন (বয়স ২৭ বছর) কে আটক করেন তাঁর। তার কাছ থেকে চারটি বস্তায় ভর্তি ৪৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ধৃত আলতাফের পিতার নাম মকদ্দস আলী, বাড়ি রাতাবাড়ি থানার কালাগাঙ্গ গ্রামে। পুলিশ আলতাফ কে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে মাদক পাচারকারীদের বহু তথ্য উদ্ধার করলেও তদন্তের স্বার্থে খোলাসা করেনি। তবে ধৃত আলতাফ সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে এই মাদক পাচারের মূল মাষ্টারমাইণ্ড আছাব উদ্দিন নামের জনৈক ব্যক্তি। বুধবার সকালে পুলিশ ধৃত আলতাফ কে আদালতে তোলার পর আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।