অনলাইন ডেস্ক : রাজ্যব্যাপী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ৪ দিনের কর্ম বিরতি আন্দোলন শুরু হল। মঙ্গলবার প্রথম দিন শিলচর মেহেরপুরে জেলা আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন প্রায় চার শতাধিক কর্মী। আগামী ২৪, ২৫ ও ২৬ মে পর্যায়ক্রমে সমস্ত জেলার কর্মী ও সহায়িকারা বিক্ষোভ প্রদর্শন সামিল হবেন। প্রসঙ্গত, গত ২২ মে বিভাগীয় কর্তৃপক্ষ ইউনিয়ন নেতৃত্বের সঙ্গে মিলিত হয়েছিলেন গুয়াহাটিতে। কিন্ত কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস না পাওয়ায় কর্মবিরতির সিদ্ধান্তে অটল থাকতে বাধ্য হয়েছেন তাঁরা। এরপরও যদি সরকার নির্বিকার থাকে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান কর্মীরা।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের ন্যায্য দাবিগুলোর ভিত্তিতে আন্দোলন করছেন কিন্তু সরকার নির্বিকার। তাই অনন্যোপায় হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাদের দাবিগুলোর অন্যতম হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, যতদিন তা না হবে ততদিন ন্যূনতম দশ হাজার টাকার সাম্মানিক দিতে হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য এককালীন অর্থ শীঘ্র দিতে হবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো অবিলম্বে সংস্কার করতে হবে। যদি তাদের দাবি না মানায় হয় আগামীতে তারা রাস্তা অবরোধ করে আরও বৃহত্তম আন্দোলন গড়ে তুলবেন।
তাদের দাবিগুলির মধ্যে রয়েছে- সরকারি কর্মচারীর স্বীকৃতি, স্বীকৃতি না হওয়া পর্যন্ত ন্যূনতম মাসিক দশ হাজার টাকার সাম্মানিক, অবসরকালীন প্রাপ্য অর্থ অবিলম্বে প্রদান, সমস্ত সেন্টারের সংস্কার সাধন, মিনি সেন্টারের কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দান ইত্যাদি। এ দিনের বিক্ষোভে বক্তব্য রাখেন অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার কাছাড় জেলার সম্পাদিকা দীপ্তি সিনহা, গায়ত্রী ভট্টাচার্য, মনিকা চক্রবর্তী, সিটুর সুপ্রিয় ভট্টাচার্য, বিদ্যুত দেব, অভিজিত গুপ্ত প্রমুখ। সংহতি জ্ঞাপনে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী শিক্ষক সমন্বয় সমিতির রঞ্জন দাস, শান্ত পাল প্রমুখ।