অনলাইন ডেস্ক : আগামী ২৫ আগস্ট শিলচর শহরের রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হবে। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির তরফে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কমিটির তরফে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং শহরের পাঁচটি কেন্দ্রে জনগণ তাদের সাধ্যমত অর্থ অ্যাকাউন্টে পাঠিয়ে নেতাজি মূর্তি স্থাপনের ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারবেন।ইণ্ডিয়া গেটের নির্মাতা বরুন যোগীরাজের হাত ধরে নেতাজির ব্রোঞ্জ মূর্তি তৈরির কাজ চলছে। ইতিমধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যেই নেতাজি মূর্তি নির্মাণের সম্পূর্ণ হয়ে যাবে।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, নেতাজির ব্রোঞ্জ মূর্তি ১০ ফুট উঁচু থাকলেও প্যাডেস্টেল নিয়ে ১৯.০৫ ফুটের মূর্তি স্থাপন করা হবে। মূর্তি নির্মাণের জন্য ২৯ লক্ষ ৫০ হাজার টাকার প্রয়োজন রয়েছে। তারমধ্যে ১৮ শতাংশ ট্যাক্স নিয়ে আরও ৫ লক্ষ ৩১ হাজার টাকা ধার্য করা হয়েছে। সর্বমোট ৩৪ লক্ষ ৮১ হাজার টাকা মূর্তি নির্মাণে খরচ হবে বলে জানান বিধায়ক। রোটারি নিয়ে মোট ৫০ লক্ষ টাকা ব্যয়ে কাজ সম্পন্ন হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মিত ব্রোঞ্জের মূর্তি স্থাপনের এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত, সদস্য উত্তমকুমার সাহা, নীহাররঞ্জন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।