অনলাইন ডেস্ক : সাত সকালে শিলচর রাঙিরখাড়িতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। মিজোরামগামী ট্রাকের ধাক্কায় মারা যান ফাটকবাজার নাগাপট্টির বাসিন্দা কিংলং গ্যাংমাই ( ৪৩) । তিনি শিলচর এনআইটিতে সাফাইর কাজ করতেন। অন্যদিনের মতই কাজে যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে করে এনআইটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু রাঙিরখাড়ি পয়েন্টে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। তখন ঘড়িতে বাজে ৮-১০। ঘটনার পর অভিশপ্ত ট্রাক থেকে এক মিজো ব্যক্তিকে পাকড়াও করেন স্থানীয়রা। নিজেকে চালকের সহকারি পরিচয় দেওয়া লোকটি মদ্যপ ছিল বলে অভিযোগ। স্থানীয়রা দাবি অনুযায়ী এই লোকটিই অভিশপ্ত ট্রাকের চালক। পরে পথ অবরোধ গড়ে তুলেন স্থানীয়রা। ক্ষোভের সুরে মৃতের পরিবারের লোক এবং প্রত্যক্ষদর্শীরা বলেন, কিংলং ধীরগতিতেই সাইকেল চালাচ্ছিলেন। ট্রাকটি গতি সামলাতে না পেরে তাঁকে পিষে চলে যায়। সকাল আটটার পর কিভাবে ট্রাক কিংবা ট্রিপার শহরে প্রবেশ করে এ নিয়ে প্রশ্ন তুলেন তারা। তারা আরও অভিযোগ করেন, টাকা নিয়ে এভাবে বড় গাড়ি শহরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয় ট্রাফিক পুলিশ। সেইসঙ্গে অটো এবং ই রিক্সার বাড়বাড়ন্তে এই অঞ্চলে যানজট সৃষ্টি হয় বলে তাদের অভিযোগ। পরে সকাল সাড়ে দশটা নাগাদ পুলিশ এসে বুঝিয়ে শুনিয়ে পথ অবরোধ মুক্ত করে।