অনলাইন ডেস্ক : রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে আগামী রবিবার কাছাড়েও হবে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদের নিযুক্তি পরীক্ষা। এই পরীক্ষাকে ঘিরে জেলা সদর শিলচর শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশ এবং প্রশাসনিক তরফে শুরু হয়েছে তোড়জোড়।
প্রশাসনের এক সূত্র জানান, কাছাড়ে পরীক্ষায় বসবেন প্রায় ৭৬ হাজার প্রার্থী। মোট ১৫৭ টি পরীক্ষা কেন্দ্রে এদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে সিংহভাগ পরীক্ষাকেন্দ্রই রয়েছে শিলচর শহর ও আশপাশ এলাকায়।
সূত্রটি জানান জেলায় যে ৭৬ হাজার প্রার্থীর পরীক্ষায় বসার কথা এদের অনেকেই বহির্জেলার। স্বাভাবিকভাবেই এরা আসবেন বিভিন্ন যানবাহন নিয়ে। আর যানবাহনের ভিড়ে পরীক্ষার্থীদের যাতে আটকে পড়তে না হয়, এর জন্য বিভিন্ন ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে।
সূত্রটি জানান, বিগত দিনের অভিজ্ঞতায় দেখা গেছে ভিড়ের দরুন অনেক প্রার্থীকে রাস্তায় আটকে পড়তে। একথা মাথায় রেখে প্রার্থীদের যানবাহন যাতে আটকে না পড়ে এর জন্য ওইদিন সকালে শহরে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে যেসব বাজার বসে সেসব বসতে না দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সূত্রটি সঙ্গে পরীক্ষার দিন সকালে বিশেষ কোনও কাজ না থাকলে শহরবাসী যাতে রাস্তায় বের না হন এই অনুরোধও জানিয়েছেন।